সাধারণ জ্ঞান-১ঃ পৃথিবী সম্পর্কিত খুঁটিনাটি বিষয়

সাধারণ জ্ঞান-১ঃ পৃথিবী সম্পর্কিত খুঁটিনাটি বিষয়

সাধারণ জ্ঞানের কিছু সাধারণ বিষয়ঃ

সাধারণ জ্ঞান খুবই জরুরি একটা বিষয়। এটা এমনই এক সাধারণ জিনিস যেটি সব সময় মনে থাকলেও সময় মত ভুলেই যাই। এ থেকে বাঁচতে হলে সাধারণ জ্ঞান চর্চা করতে হবে অনেক বেশি পরিমাণে। আজকে আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কিছু বিষয় জানব।

সাধারণ জ্ঞানঃ পৃথিবী সম্পর্কিত খুঁটিনাটি জ্ঞানঃ

 

পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।

আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কি.মি।
স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গ কি.মি (মোট আয়তনের ২৯.১%)।
জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. (মোট আয়তনের ৭০.৯%)।
সমূদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কি.মি।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গ কি.মি।

পরিধি :

নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কি.মি।
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কি.মি।

ব্যাস :

নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কি.মি।
মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কি.মি।

ব্যাসার্ধ:

নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কি.মি।
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কি.মি।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যেটি সমূদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামূদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেটি ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কি.মি।
সর্বাধিক সীমানাবেষ্টিত দেশ : দুটি; চীন ও রোথশয়ো (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭%লবণাক্ত, ৩% সুপেয়।)
সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কি.মি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কি.মি (প্রায়)।
একমাত্র উপগ্রহ : চাঁদ।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম  ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গ কি.মি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গ মাইল।
বিশ্বের বর্তমান জনসংখ্যাঃ ৭.২ বিলিয়ন [২০১৪]
বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা : ৭০৫ কোটি ২১ লাখ [২০১২ বিশ্ব রিপোর্ট অনুযায়ী]

 

আজ এই পর্যন্তই। সামনে আরো সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে আসা হবে। ইশিখনের সাথেই থাকুন। ধন্যবাদ।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline