অটোক্যাড হচ্ছে একটি কম্পিউটার এইডেড ডিজাইনিং সফটওয়্যার। যার সহায়তায় ডিজাইনার ও ইঞ্জিনিয়ার সহজেই দ্বিমাত্রিক (2D) এবং ত্রিমাত্রিক (3D) ডিজাইন তৈরি করতে পারে এবং যে কোনো যন্ত্রের স্থানান্তরযোগ্য পার্টস ডিজাইন করতে পারে। বর্তমানে স্থাপত্য প্রকৌশল শিল্প ও ইঞ্জিনিয়ারিং কাজ এর ক্ষেত্রে অটোক্যাড গুরুত্বপূর্ন স্থান করে নিয়েছে। কম্পিউটার বেসিক জানা থাকলেই অটোক্যাড কোর্সে অংশগ্রহণ করতে পারবেন |
এই কোর্সে যা থাকছে:
কুইজ এবং অ্যাসাইনমেন্ট
269
কোর্স টপিক
ক্লাস শেষে রেকর্ডিং
২৪/৭ সাপোর্ট
ভেরিফাইড সার্টিফিকেট
জব প্লেসমেন্ট
আপকামিং ব্যাচ:
ফ্রি কাউন্সেলিং পেতে, কল করুন: 09639399399
কিভাবে কোর্স অর্ডার করবেন দেখুন কিভাবে লাইভ ক্লাস করবেন দেখুন বিগত ব্যাচের ক্লাসসমূহ দেখুন
কম্পিউটার না থাকলে দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টারগুলোতে গিয়েও ক্লাসে অংশ নিতে পারবেন। আমাদের দেশব্যাপী এজেন্টসমূহ দেখতে ক্লিক করুন।
Description
অটোক্যাড (AutoACAD) হলো একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্রের Autodesk Inc নামে একটি কম্পানি ক্যাড সফ্টওয়্যারটি তৈরি করেন। স্কেলিং তথা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অটোক্যাড এর বিকল্প এখনো তৈরি হয়নি। এছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারীর কাজও অটো ক্যাড এর মাধ্যমে করা হয়ে থাকে। অটোক্যাড সফটওয়্যার এর মাধ্যমে আর্কিটেক্ট প্লানার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন।
অটোক্যাড মূলতঃ বিভিন্ন জ্যামিতিক বা গ্রাফিক্যাল অবজেক্ট এর সমন্বয়। যেমনঃ রেখা, বৃত্তচাপ, বৃত্ত, টেক্সট বা লেখা। এছাড়াও ব্লক বা গ্রুপ অবজেক্ট আনুষঙ্গিক অবজেক্ট প্রপার্টিজ যেমনঃ কালার, লেয়ার, লাইন টাইপ আ্যাট্রিবিউট ইত্যাদি ব্যবহার করে সাচ্ছন্দে ড্রইং করা যায়। সাধারণ ড্রইং সীটে যে ড্রইং করা হয় এবং অটোক্যাড এডিটরে যে ড্রইং করা তার কার্যপ্রনালী কিছুটা ভিন্ন তবে সুবিধা অনেক বেশি।
অটোক্যাড এর কাজ হলো দ্বিমাত্রিক অবজেক্ট নিয়ে। এখানে টু-ডি ও থ্রি-ডি উভয় ধরনের অবজেক্ট তৈরি করা যায়। তবে টু-ডি অবজেক্ট তৈরি করে পরবর্তীতে একে থ্রিডি তে রূপান্তরিত করা যায়। অটোক্যাড এ তৈরিকৃত ডিজাইনকে থ্রিডিতে রূপান্তর করার 3D Studio Max , Maya ইত্যাদি বিভিন্ন ধরনের থ্রিডি প্রোগ্রাম ব্যবহার করা হয়। আবার অটোক্যাড এ সরাসরি থ্রিডি ডিজাইন তৈরি করা যায়। AutoACAD এ থ্রিডি অপেক্ষা টু-ডিতে কাজ করা সহজ।
কাদের জন্য কোর্সটি ?
- ✅ যারা ড্রাফটসম্যান পদে চাকরির জন্য আবেদন করতে চান
- ✅ যারা ডিজাইন সফটওয়্যার সম্পর্কে জানতে চান
- ✅ যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান
কোর্সে কি কি শেখানো হবে ?
- ✅ Introduction to AutoCAD
- ✅ Make Structural drawing
- ✅ Creating Drawings
- ✅ Modifying and Manipulating Drawings
- ✅ Drawing Tools
- ✅ Dimensioning and Text
- ✅ Preparing Layout and Plotting
- ✅ Introduction to 3D solid modeling
- ✅ Freelancing Marketplace
কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন
- ✅ AutoCad 2D and 3D কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই , তবে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
- ✅ ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার
- ✅ একটি হেডফোন ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়।
কম্পিউটার কনফিগারেশন
- ✅ CPU: Intel core i3/core i5 or AMD ryzen5
- ✅ Motherboard: Supports 32GB or more ram and SATA 3.0 and 2TB-4TB HD
- ✅ Ram: 8 GB
- ✅ GPU: 2 GB
- ✅ SSD: 256 GB
- ✅ Hard Disk: 1TB
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ
- ✅ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন
- ✅ আর্কিটেক্ট ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন
- ✅ যেকোনো ইঞ্জিনিয়ারিং প্লাটফর্মে অটোডেস্ক অটোক্যাড সর্ম্পকিত কাজ করতে পারবেন
বিশেষ সুবিধা সমুহ
- ✅ লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।
- ✅ কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।
- ✅ প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।
- ✅ প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।
- ✅ কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।
- ✅ কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
- ✅ কোর্স শেষে ফ্রি এবং পেইড ইন্টার্ণশিপ করার সুযোগ ।
কোর্স কারিকুলাম
-
-
- Introduction to AutoCAD 00:00:00
- Starting a New File and Opening an Existing One 00:00:00
- User Interface in AutoCAD 00:00:00
- Saving Drawing Files as an AutoCAD Template 00:00:00
- Ribbon, Workspace, Help and Command search 00:00:00
- Pan and Zoom Command 00:00:00
- Specifying & Setting Up Drawing Units 00:00:00
- Controlling UCS Icon, View Cube, and Navigation Bar Display 00:00:00
- Creating Custom Views (New View tool) 00:00:00
- Using View Manager 00:00:00
- Understanding the concept of Model Space and Paper Space 00:00:00
- Creating Model Space Viewports 00:00:00
- Creating Named Viewports (VPORTS command) 00:00:00
- Combining Viewports (Join tool) 00:00:00
- Creating Custom Viewports (MVIEW command) 00:00:00
- Using Line Command with Angular Line 00:00:00
- Using an Absolute Coordinate System 00:00:00
- Using Relative Rectangular Coordinate System 00:00:00
- Using Relative Polar Coordinate System 00:00:00
- Drawing Polylines and Splines Command 00:00:00
- Using Circle Command 00:00:00
- Using Arc Command 00:00:00
- Using Rectangle Command 00:00:00
- Using Polygon Command 00:00:00
- Using Ellipse Command 00:00:00
- Using Construction Lines, Rays, Points, and Multiple Points Command 00:00:00
- All about Hatching Command 00:00:00
- Some advance option in Hatch (optional) 00:00:00
- Gradient option 00:00:00
- Boundary option 00:00:00
- Revision Session 00:00:00
- Line Plan with Hatching & color 00:00:00
- Making Selection Method 00:00:00
- Using Move Command 00:00:00
- Using Copy Command 00:00:00
- Stretching, Scaling, and Offsetting Entities Command 00:00:00
- Using Stretch Command 00:00:00
- Using Scale Command 00:00:00
- Using Offset Command 00:00:00
- Rotating and Mirroring Entities Command 00:00:00
- Using Rotate Command 00:00:00
- Using Mirror Command 00:00:00
- Trimming and Extending Entities Command 00:00:00
- Using Trim Command 00:00:00
- Using Extend Command 00:00:00
- Creating Fillets Command 00:00:00
- Creating Chamfers Command 00:00:00
- Creating Blend Curves Command 00:00:00
- Using Erase Command 00:00:00
- Using Explode Command 00:00:00
- Using Align Command 00:00:00
- Using Break and Break at Point Command 00:00:00
- Using Join Command 00:00:00
- Using Draw and Modify Command 00:00:00
- Using Overkill command 00:00:00
- Using Array Command 00:00:00
- Using the Rectangular Array Command 00:00:00
- Using the Path Array Command 00:00:00
- Using the Polar Array Command 00:00:00
- Using Divide, Measure, and Wipeout Command 00:00:00
- Using Measure Command 00:00:00
- Using Region and Boundary Command 00:00:00
- Using Various Status Bar Toggles 00:00:00
- Using Object Snaps and Object Snap Tracking 00:00:00
- Using From Snap and Other Snaps 00:00:00
- Using the Selection Cycling option 00:00:00
- Switching Workspaces 00:00:00
- Using Dimensioning tools – Dimensions Drop-Down 00:00:00
- Importing Dimension Styles from a drawing into the other drawing 00:00:00
- Using Quick Command 00:00:00
- Using Continue and Baseline Command 00:00:00
- Using Break and Inspect Command 00:00:00
- Using Adjust Space and Update Command 00:00:00
- Using Break line and Dim jog line Command 00:00:00
- Associating and Disassociating Dimensions 00:00:00
- Using Center mark and Centerline Command 00:00:00
- Concept of Attributes 00:00:00
- Defining Attributes 00:00:00
- Editing Attributes 00:00:00
- Managing Attributes 00:00:00
- Using Drawing Utility Command 00:00:00
- Assigning Drawing Properties to an Object 00:00:00
- Using List Command 00:00:00
- Using the ID Point Command 00:00:00
- Using the Quick Select Command 00:00:00
- Using the Select All Command 00:00:00
- Using Copy clip, cut clip, and Paste clip Command 00:00:00
- Using PDF IMPORT and PDF ATTACH Command 00:00:00
- Using Attach Command 00:00:00
- Using Tool Palettes in AutoCAD 00:00:00
- Creating Custom Tool Palettes 00:00:00
- Creating an Isometric Drawing 00:00:00
- Smooth object command 00:00:00
- Smooth more command 00:00:00
- Smooth less command 00:00:00
- Smooth more command 00:00:00
- Mesh Refine command 00:00:00
- Using Boolean Operations 00:00:00
- Using Fillet and chamfer edge 00:00:00
- Using Extrude, Taper, and Move Face 00:00:00
- Using 3D array command 00:00:00
- Using Primitive tools 00:00:00
- Using SOLID UNION and SOLID SUBTRACT tools 00:00:00
- Using SOLID INTERSECT and INTERFERE tools 00:00:00
- Using Slice and Thicken tools 00:00:00
- Using 3D Move and 3D Rotate tools 00:00:00
- Using the 3D Scale tool 00:00:00
- Using 3D Mirror tool 00:00:00
- Using 3D Align tool 00:00:00
- Understanding User co-ordinate system 00:00:00
- Creating 2D layout views from 3D drawing 00:00:00
- Making surfaces using extrude, revolve, sweep, and loft 00:00:00
- Patch and Fillet tool 00:00:00
- Using the Offset and surface blend tool 00:00:00
- Generating Orthographic Views 00:00:00
- Model Making 00:00:00
- 3d Rendering 00:00:00
- Mechanical Block 00:00:00
- Screw Threads 00:00:00
- Tension Spring 00:00:00
- Fuel Control Lever 00:00:00
- Gear 00:00:00
- Cylinder Relief Valve 00:00:00
- Universal Coupling 00:00:00
- Bilge Suction Strainer 00:00:00
- Crane Hook 00:00:00
- Centrifugal Pump 00:00:00
- Steel Structure Details 00:00:00
- Steel Column/pipe/box column Layout Plan 00:00:00
- Base plate & Anchor Bolt Layout plan 00:00:00
- Bracing Section 00:00:00
- Beam & Sub Beam/Rafter/Trass/ Layout Plan 00:00:00
- Stud Member Layout Plan 00:00:00
- Grid 2 Grid Suction 00:00:00
- Flange Brace Layout Plan 00:00:00
- Stay Angle & Girt Layout Plan 00:00:00
- Sag Rod Layout Plan 00:00:00
- Roof Sheeting 00:00:00
- Types of Patterns 00:00:00
- Flower Embroidery Design 00:00:00
- Stick and Stitch Embroidery Designs 00:00:00
- Neck (Three pcs/Punjabi) Embroidery Designs 00:00:00
- Saree Border Designs for Embroidery 00:00:00
- Butterfly Embroidery 00:00:00
- Panjabi border + Middle embroidery designs (Front Side) 00:00:00
- Introduction of Fiverr 00:00:00
- Fiverr rules and regulations 00:00:00
- How to create account? 00:00:00
- How to setup profile? 00:00:00
- Levels of Fiverr 00:00:00
- How to create gig? 00:00:00
- Proper SEO of Gig 00:00:00
- Image and video optimization 00:00:00
- Skill Test 00:00:00
- Gig Marketing (Organic and paid) 00:00:00
- Order delivery system 00:00:00
- Positive links and negetive words in Fiverr 00:00:00
- Warning issues 00:00:00
- Payment system 00:00:00
- Introduction to Freelancer.com 00:00:00
- Contest 00:00:00
- Effective Bidding and Project Posting 00:00:00
- Project Execution and Communication 00:00:00
- Reputation Building and Growth 00:00:00
- Introduction to Bangladeshi Local Job Sites 00:00:00
- Creating an Effective Profile 00:00:00
- Job Searching and Bidding 00:00:00
- Networking and Client Communication 00:00:00
- Client searching through social media (facebook, Linkedin) 00:00:00
- Showcasing Local Expertise and Cultural Sensitivity 00:00:00
- Signing up 00:00:00
- Account creation 00:00:00
- payoneer account open 00:00:00
- Account verify 00:00:00
- Address Verificiation 00:00:00
- Setting up the full payoneer account 00:00:00
- Add bank account or other payment method 00:00:00
- Transfer dollars 00:00:00
- Payment policies 00:00:00
- Minimum and maximum Transaction 00:00:00
- Currency selection 00:00:00
eshikhon learning platform is a trusted platform. and Sojib Hossain Sajid sir very friendly. I am thankful ..
Sajib Sir is a good teacher.
অসাধারণ একটি কোর্স ছিলো। স্যার আন্তরিকতার সাথে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।
Ami Eshikon teke onek kicho sekte perechi. Amader instructor MD Emdadul Haque khob balo babe class koriachen. Ami asa kori jodi akjon noton kono lok Auto Cad sikte chai tahole 5000- 10000 taka khoroj na kore Eshikho theke shikle balo hobe. kharon ojota taka khoroj kore ja shika jai ta khom khoroche shika jai a khanteke. Ja amra artik babe laboman hobe plus balo akta kicho sikte parbe.
ami eshikon ke mostly abaro thanks janai arokom akta plat from toiri korar jonno. Thanks all.
Firstly I would like to thanked our instructor Md. EMDADUL HAQUE who is very Friendly, Effective and Helpful. Some days ago i cant understand about Auto CAD. He make a great deal with Auto CAD concept. Now i can some thing about Auto CAD. Its possible for me with the help of eshikhon and Md. EMDADUL HAQUE.