একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে

২০১৭-১৮ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ৪র্থ পর্যায়ের ফলাফল ১৮ জুলাই ২০১৭ তারিখ প্রকাশিত হয়েছে।

ফলাফল দেখার উপায়ঃ

  • অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
  • আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস(SMS) করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

প্রকাশিত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সরাসরি লেখাপড়াবিডি.কম থেকেও জানা যাবে….

২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির ফলাফল দেখুন এখান থেকে

ফলাফল দেখতে আপনার রোল নম্বর লিখে বোর্ড ও পাশের সাল বাছাই করে রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ৫ম ঘরে প্রদর্শিত সংখ্যাটি বসানঃ

শিক্ষা বোর্ড এর অফিসিয়াল সাইট থেকে ফলাফল জানতে এখানে ক্লিক কর

Website: http://app.xiclassadmission.gov.bd/board/viewResult_4p

 একাদশ শ্রেনিতে ভর্তি নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত পরিবর্তী কার্যক্রম

এর আগে ০৫ জুন ২০১৭ তারিখ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করে। প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়।

এবার ভর্তির জন্য আবেদন করেছেন মোট ১৩ লাখ ৯ হাজার এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থী। আদেনকারীদের মধ্যে ৯৫ দশমিক ০৩ শতাংশ প্রথম তালিকায় এসেছেন বলে জানা গেছে। বাকীগুলো দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় চলে আসবে। ১৮ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হয়।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ০৫ জুন।

শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ০৬ থেকে ০৮ জুন পর্যন্ত।

মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ০৯ থেকে ১০ জুন পর্যন্ত।

২য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ  ১৩ জুন।

২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত।

মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।

৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ১৮ জুন ।

৩য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৯ জুন।

৪র্থ মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ১৮ জুলাই ।

৪র্থ পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৮-২০ জুলাই।

ভর্তির সময়সীমাঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে। যে সকল নির্বাচিত শিক্ষার্থী ইতিপূর্বে ১৮৫/= টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেয়নি – কেবল তাদেরকে ১৮/৭/২০১৭ তারিখ বিকাল ৪:০০ টা থেকে ২০/৭/২০১৭ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ১৮৫/= টাকা (রকেট অথবা টেলিটক অথবা শিওরক্যাশ -এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে।

যে সকল শিক্ষার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি- তাদের বিষয়ে ২০/৭/২০১৭ তারিখের পর পরবর্তী কার্যক্রম জানানো হবে।

নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য
তারিখ ও কার্যক্রম কার্যক্রমের বিবরন
০৫/০৬/২০১৭ ১ম পর্যায়ের ফল প্রকাশ ক) SMS-এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে Selection-এর ফলাফল জানানো হবে এবং ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।খ) যেসব শিক্ষার্থী কোন কলেজে/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না- তাদেরকে পরবর্তী পর্যায়ের ফল প্রকাশ পর্যন্ত অর্থাৎ ১৩/০৬/২০১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তারা ৯ – ১০ জুন, ২০১৭ তারিখে অন-লাইনে তাদের আবেদনে অপশন পরিবর্তন ও কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে।
০৬/০৬/২০১৭ থেকে ০৮/০৬/২০১৭ ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ক) Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরূপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে:(১) টেলিটক – বোর্ডের ফি ১৮৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ১৯৯.৮০/- টাকা।
(২) শিওরক্যাশ – বোর্ডের ফি ১৮৫/- টাকা + শিওরক্যাশ সার্ভিস চার্জ ৩/- টাকা = ১৮৮/- টাকা।
(৩) রকেট – বোর্ডের ফি ১৮৫/- টাকা + রকেট সার্ভিস চার্জ ৪/- টাকা = ১৮৯/- টাকা।গ) Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে।গ) উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই।
০৯/০৬/২০১৭ থেকে ১০/০৬/২০১৭ মাইগ্রেশন ও নতুন আবেদন ক) যেসব শিক্ষার্থী বোর্ডের ফি ১৮৫/- জমা দিবে- শুধুমাত্র তারা মাইগ্রেশনের জন্য অপশন দিতে পারবে। মাইগ্রেশন হলে পূর্বের কলেজে ফেরৎ আসার কোন সুযোগ থাকবে না।খ) যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করে নাই- তারা আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে শুধুমাত্র অন-লাইনে আবেদন করতে পারবে।(গ) যেসব শিক্ষার্থী ১ম পর্যায়ের ফলাফলে প্রতিষ্ঠানে Selection পাওয়া সত্ত্বেও বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা দিবে না- তারাও এই পর্যায়ে আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অন-লাইনে নতুনভাবে আবেদন করতে পারবে।ঘ) যেসব শিক্ষার্থী ১ম ফলাফলে প্রতিষ্ঠান Selection পাবে না- তারা আবেদন ফি প্রদান ছ্ড়াাই প্রতিষ্ঠান সংযোজন/বিয়োজন ও পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
১৩/০৬/২০১৭২য় পর্যায়ের ফল প্রকাশ ক) যেসব শিক্ষার্থী মাইগ্রেশনের অপশন দিয়েছিল তারা তাদের মেধা ও অপশন অনুযায়ী চাহিত প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে। মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সর্বশেষ অবস্থান স্থির হবে।খ) ১ম পর্যায়ে যে সব শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে Selection পাবে না- তারা এবং নতুন আবেদনকারীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানে Selection পাবে।
১৪/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০১৭ ২য় পর্যায়ের নিশ্চায়ন ক) মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই।খ) যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- টাকা জমা দিতে হবে।
১৬/০৬/২০১৭ থেকে ১৭/০৬/২০১৭ মাইগ্রেশনের অপশন প্রদান এবং নতুন আবেদন ক) এই পর্যায়েও শিক্ষার্থী ইচ্ছা করলে মাইগ্রেশনের অপশন দিতে পারবে।খ) নতুন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।গ) ১ম ও ২য় পর্যায়ে Selection না পাওয়া শিক্ষার্থীরা অপশন পরিবর্তন এবং কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে।
১৮/০৬/২০১৭ ৩য় পর্যায়ের ফল প্রকাশ ক) মাইগ্রেশনের অপশন দেওয়া শিক্ষার্থীরা চাহিতপ্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে।খ) পূর্বে Selection না পাওয়া শিক্ষার্থীরা আসন খালি থাকা সাপেক্ষে Selection পাবে।
১৯/০৬/২০১৭ ৩য় পর্যায়ের নিশ্চায়ন ক) যেসব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নতুন Selection পাবে- শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- জমা দিতে হবে।
২০/০৬/২০১৭ থেকে ২২/০৬/২০১৭ এবং২৮/০৬/২০১৭ থেকে ২৯/০৬/২০১৭ কলেজে ভর্তি ক) রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫/- টাকা প্রদানকারী শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাজির হয়ে ভর্তির জন্য নির্ধারিত ফি (শিক্ষাবোর্ড ফি ১৮৫/- টাকা ব্যতিত), প্রয়োজনীয় কাগজপত্র এবং Security Code কলেজে/ সমমানের প্রতিষ্ঠানে প্রদান করে ভর্তি হবে।খ) প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীর প্রদত্ত Security Code ব্যবহার করে অন-লাইনে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে।

 

একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে

 

আরো পড়ুন:

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

রহমতুল্লাহ মডেল হাই স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় ৭৪ শতাংশ পাস করেছে

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষা আগামী ১৯শে ডিসেম্বর শুরু হবে

এসএসসিএইচএসসি ফরম পূরণে বাড়তি ফি ফেরত না দিলে ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত: হাই কোর্ট

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline