জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও ইনকোর্স নম্বর প্রদান

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও ইনকোর্স নম্বর প্রদান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সে ইনকোর্স নম্বর প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে আগামী ১ জুন ২০১৭ তারিখ (আজ) থেকে আরম্ভ হয়েছে।

আরো বিস্তারিত জানতে পারবেন ইশিখন.কমজাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: http://nubd.info তে

আবেদন ফর্মপূরণ ও বিবরণী ফরম জমাদানের সময়সূচী/নিয়মাবলীঃ

আবেদন ফর্ম ডাউনলোড করার শেষ সময়: ১ জুন ২০১৭ থেকে ৬ জুলাই ২০১৭

আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ: ৯ই জুলাই ২০১৭

পে স্লীপ সংগ্রহ: (আরো বিস্তারিত ইশিখনের এই পোস্টের নিচে পাবেন): ১০ জুলাই ২০১৭ থেকে ১১ জুলাই ২০১৭

বিবরণী ফরম জমাদানের শেষ তারিখ: ১৩ই জুলাই ২০১৭

 বি:দ্র: উল্লেখিত তারিখে পূরণকৃত প্রার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ে/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে করতে হবে।

আবেদন ফর্ম পূরণের ফি:

<a href=জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণের ফি” width=”816″ height=”718″ />

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় শর্তাবলীঃ

বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমুহের ঠিকানা

<a href=জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও ইনকোর্স নম্বর প্রদান” width=”913″ height=”737″ />

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline