১. পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?
ক) ২০১৭ সালের জুন মাস
খ) ২০১৭ সালের জুলাই মাস
গ) ২০১৭ সালের আগস্ট মাস
ঘ) ২০১৭ সালের সেপ্টেম্বর মাস
২ সুন্দরবনের কয় ধরনের ক্ষতির আশংকা করছে ইউনেসকো?
ক) ৩ ধরনের
খ) ৪ ধরনের
গ) ৫ ধরনের
ঘ) ৬ ধরনের
৩. বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?
ক) জিডিপি প্রবৃদ্ধি
খ) জীবন যাত্রার মান
গ) অর্থনৈতিক স্থিতিশীলতা
ঘ) সুশাসন
৪. রাকা কোন দেশের শহর?
ক) ইরাক
খ) ইরান
গ) ইয়েমেন
ঘ) সিরিয়া
৫. আরব বসন্ত কোথায় শুরু হয়েছিল?
ক) সিরিয়ায়
খ) লেবাননে
গ) ইরাক
ঘ) তিউনিসিয়ায়
৬. হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?
ক) ইরাকের
খ) পাকিস্তানের
গ) সিরিয়ার
ঘ) ইয়েমেনের
৭. কিগালি কোন দেশের রাজধানী?
ক) রুয়ান্ডা
খ) সোমালিয়া
গ) বসনিয়া
ঘ) কম্বোডিয়া
৮. পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক) ১৬ কোটি
খ) ১৬ কোটি ১০ লাখ
গ) ১৬ কোটি ২০ লাখ
ঘ) ১৬ কোটি ৩০ লাখ
৯. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?
ক) ৭৫০ জন
খ) ৯০০ জন
গ) ১০০০ জন
ঘ) ১২০০ জন
১০. জাতিসংঘ দিবস কবে?
ক) ২১ অক্টোবর
খ) ২২ অক্টোবর
গ) ২৩ অক্টোবর
ঘ) ২৪ অক্টোবর
১১. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
ক) ইরাক
খ) পাকিস্তান
গ) ইরান
ঘ) সিরিয়া
১২. আইপিইউ’র বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) ‌১৫০
খ) ১৬০
গ) ১৭০
ঘ) ১৮০
১৩. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) জার্মানি
ঘ) ভারত
১৪. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?
ক) গ্রিস
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাজ্য
১৫. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
ক) ব্রাজুকা
খ) জাবুলানি
গ)জাবিভকা
ঘ) কোনটি না
১৬. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত?
ক) ৭.০১%
খ) ৭.১১%
গ) ৭.০২%
ঘ) ৭.১২%
১৭. বাংলাদেশের মাথাপিছু আর্ন বর্তমানে কত?
ক) ১৪৬৬ ডলার
খ) ১৪৬৫ ডলার
গ) ১৩৬৫ ডলার
ঘ) ১৩৬৬ ডলার
১৮. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
ক) ৪৮৮ টি
খ) ৪৮৯ টি
গ) ৪৯০ টি
ঘ) ৪৯১ টি
১৯. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?
ক) হিলারি ম্যান্টেল
খ) পল বিটি
গ) হাওয়ার্ড জ্যাকবসন
ঘ) মারলন জেমস
উ: পল বিটি।
২০. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?
ক) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের
খ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
গ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের
ঘ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের
২১. গ্র্যানোলা কিসের নাম?
ক) ধানের জাতের নাম
খ) গমের জাতের নাম
গ) ভুট্টার জাতের নাম
ঘ) আলুর জাতের নাম
২২. নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
২৩. বাল্টিক দেশ কয়টি?
ক) ৪টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৫টি
২৪. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) হংকং
ঘ) চীন
উ: যুক্তরাষ্ট্র।
২৫. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
উত্তর:—–
১। ২০১৬ সালের সেপ্টেমর মাস ২। চার ধরনের। ৩। সুশাসন। ৪। সিরিয়া ৫। তিউনিসিয়ায়। ৬। ইয়েমেনের। ৭। রুয়ান্ডা। ৮। ১৬ কোটি ১০ লাখ। ৯। ১ হাজার ২০০ জন। ১০। ২৪ অক্টোবর ১১। সিরিয়ার ১২। ১৭০ ১৩। ভারত। ১৪। ফ্রান্স ১৫। জাবিভকা। ১৬। ৭.১১ % ১৭। ১৪৬৫ ডলার ১৮। ৪৯০ টি। ১৯। পল বিটি ২০। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। ২১। আলুর জাতের নাম। ২২। সপ্তম ২৩। ৩টি ২৪। যুক্তরাষ্ট্র ২৫। ৮টি।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline