একনজরে মহাকাশ পর্যটক
এই অধ্যায়ে মহাকাশ, মহাশূন্য অভিযান, সৌরজগত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
| নাম | মহাকাশ ভ্রমন | নভোযান | |
| ১ | ১. ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র) | ২৮ এপ্রিল – ৬ মে ২০০১ | সয়ুজ টিএম-৩২ |
| ১ | ২. মার্ক শাটলওয়ার্থ (দ.আফ্রিকা) | ২৫ এপ্রিল – ৫ মে ২০০২ | সয়ুজ টিএম-৩৪ |
| ২ | ৩. গ্রেগরি ওলসেন (যুক্তরাষ্ট্র) | ১-১১ অক্টোবর ২০০৫ | সয়ুজ টিএম-৩৪ |
| ৩ | ৪. আনুশেহ আনসারি (ইরান) | ১৮-২৮ সেপ্টেম্বর ২০০৬ | সয়ুজ টিএম-৭ |
| ৪ | ৫. চার্লস সিমেনি (হ্যাঙ্গেরি) | ৭-২১ এপ্রিল ২০০৭ | সয়ুজ টিএম-৯ |
| ৫ | ৬. রিজার্ভ আলেন গ্যারিয়ট (যুক্তরাষ্ট্র) | ১২-১৮ অক্টোবর ২০০৮ | সয়ুজ টিএম-১০ |
| ৬ | ৭. গাই লালিবার্ট (কানাডা) | ৩০ সেপ্টে.- ১১ অক্টোবর ২০০৯ | সয়ুজ টিএম-১৩ |
| ৭ | সয়ুজ টিএম-১৬ |
চার্লস সিমোনি ২৬ মার্চ-৮ মহাশূন্যযান এপ্রিল ২০০৯ দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণে যান।
মহাশূন্যযান উৎক্ষেপণ ও গবেষনাকেন্দ্র
* কেপ কেনেডি: ফ্লোরিডায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্যযান উৎক্ষেপণকেন্দ্র। এর পূর্ব নাম কেপ ক্যানাভেরাল।
* বাইকনুর: কাজাখিস্তানের উষ্ণ ধূলিপূর্ণ স্তুপ ভূমিতে স্থাপিত মহাশূণ্যযান উৎক্ষেপণকেন্দ্র। এক কসমোড্রোম বলা হয়।
* তাগেনাসিনুয়া: জাপানের কিউসু দ্বীপে অবস্থিত মহাশূন্য গবেষণা কেন্দ্র।
* খুম্বা: কেরালার ত্রিবান্দ্রামে অবস্থিত ভারতের রকেট উৎক্ষেপণকেন্দ্র।
নিজস্ব প্রযুক্তিতে উপগ্রহ উৎক্ষেপনকারী দেশ
| দেশ | উপগ্রহ | সময়কাল | |
| ১ | সোভিয়েত | Sputnik-1 | ৪ অক্টোবর ১৯৫৭ |
| ১ | ইউনিয়ন (রাশিয়া) | Explorer-1 | ৩১ জানুয়ারি ১৯৫৮ |
| ২ | যুক্তরাষ্ট্র | Asterix | ২৬ নভেম্বর ১৯৬৫ |
| ৩ | ফ্রান্স | Osumi | ১১ ফেব্রুয়ারি ১৯৭০ |
| ৪ | জাপান | Dong Fang | ২৪ এপ্রিল ১৯৭০ |
| ৫ | চীন | Hong-1 | ২৮ অক্টোবর ১৯৭১ |
| ৬ | যুক্তরাজ্য | Prospero X-3 | ১৮ জুলাই ১৯৮০ |
| ৭ | ভারত | Rohini-1 | ১৯ সেপ্টেম্বর ১৯৮৮ |
| ৮ | ইসরাইল | Ofeq-1 | ৩১ আগস্ট ১৯৯৫ |
| ৯ | ইউক্রেন | Sich-1 | ২ ফেব্রুয়ারি ২০০৯ |
| ১০ | ইরান | Omid |
সৌরজগত সর্ম্পকে আরো বিস্তারিত পড়ুন এখান থেকে
| সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? | বৃহস্পতি। | |
| ১ | ১৯৬৯ সালের ২০ জনু প্রথম মানুষ হিসেবে চন্দ্র পৃষ্ঠে পা রাখেন নীল আর্মস্ট্রং | মহাশুন্য যান অ্যাপোলো-১১ তে করে । |
| ২ | Milky way একটি | নীহারিকামন্ডল। |
| ৩ | অাকাশে উজ্জলতম নক্ষত্র | লুব্ধক। |
| ৪ | অালোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে সময় লাগবে | প্রায় ১.৫ সেকেন্ড। |
| ৫ | আকাশে উজ্জ্বলতম নক্ষত্র | লুব্ধক |
| ৬ | আমাদের ছায়াপথের নাম | মিল্কওয়ে, আকাশগঙ্গা বা সুরগঙ্গা বা স্বর্গগঙ্গা |
| ৭ | ইউরেনাস কে আবিষ্কার করেন? | উইলিয়াম হার্শেল। |
| ৮ | ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? | ১৭৮১ সালে। |
| ৯ | ইউরেনাস গ্রহের ব্যাস কত? | ৫২,০৯৬ কিমি. প্রায়। |
| ১০ | ইউরেনাস প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি? | মিথেন। |
| ১১ | ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? | ৮৪ বছর। |
| ১২ | ইউরেনাসকে বলা হয় | সবুজ গ্রহ |
| ১৩ | ইউরেনাসের উপগ্রহ কয়টি? | ৫ টি। |
| ১৪ | উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি | বৃহস্পতির। |
| ১৫ | উল্কা বৃষ্টি | কোন ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত কথা যেটি পৃথিবীর বাযুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে। |
| ১৬ | কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? | চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। |
| ১৭ | কোন গ্রহের হাজার হাজার বলয় রয়েছে? | শনি গ্রহের। |
| ১৮ | কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে? | ২২ ডিসেম্বর। |
| ১৯ | কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? | ২১ জুন। |
| ২০ | কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে? | ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। |
| ২১ | কোন ধুমকেতুর অংশ বিশেষ কক্ষপথ হতে বিচ্যুত বস্তু কণা যেটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জলে উঠে তা হলো | উল্কা বৃষ্টি। |
| ২২ | কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? | ৭৬ বছর। |
| ২৩ | কত সালে নেপচুন আবিষ্কার করা হয়? | ১৮৪৬ সালে। |
| ২৪ | কসমিক ইয়ার বলতে বোঝায় | ছায়াপথের নিজ অক্ষে অাবর্তনকাল। |
| ২৫ | গ্যালাক্সির বাংলা নাম কী? | ছায়াপথ। |
| ২৬ | গ্যালিলিও | পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। |
| ২৭ | গ্রহরাজ বলা হয় | বৃহস্পতিকে। |
| ২৮ | চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত? | ৩,৮৪,০০০ কি.মি.। |
| ২৯ | চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান | চন্দ্রযান-১। |
| ৩০ | চাঁদে মানুষ প্রথম যায় | এ্যাপোলো ১১ মহাশূন্যযানে। |
| ৩১ | চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন | নীল অার্মস্ট্রং। |
| ৩২ | চাঁদের ব্যাস কত? | ২,১৬০ মাইল। |
| ৩৩ | চন্দ্রগ্রহণ হয় | পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী থাকে ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। |
| ৩৪ | ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে অাসতে যে সময় লাগে তাকে বলে | কসমিক ইয়ার। |
| ৩৫ | জ্যোতিষ্ক ৭ধরনের | নক্ষত্র, নীহারিকা,গ্রহ উপগ্রহ, ধূমকেতু,ছায়াপথ,উল্কা |
| ৩৬ | যে গ্রহের হাজার বলয় অাছে | শনি। |
| ৩৭ | টলেমি ছিলেন | জ্যোতির্বিদ। |
| ৩৮ | ডিমোস যে গ্রহের উপগ্রহ | মঙ্গল। |
| ৩৯ | ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘ্ত হানে | ১৬ জুলাই ১৯৯৪। |
| ৪০ | ধ্রুবতারা দেখা যায় | উত্তর গোলার্ধে। |
| ৪১ | নক্ষত্রমণ্ডলীকালপুরুষ বা আদমসুরত দেখতে | তীর ধনুক হাতে শিকারীর মতো |
| ৪২ | নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? | ১৬৫ বছরে। |
| ৪৩ | নেপচুনের উপগ্রহ কয়টি? | ২ টি। |
| ৪৪ | পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত? | ৪.২ কোটি কিমি.। |
| ৪৫ | পৃথিবী থেকে সূর্যের দুরত্ব | ১৪৯৭৩০০০০ কিমি। |
| ৪৬ | পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো | ৯৩ মিলিয়ন মাইল বা ১৫ কোটি কিলোমিটার। |
| ৪৭ | পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে | ১ জানুয়ারি। |
| ৪৮ | পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত? | ৩,৮৪,০০০ কিমি.। |
| ৪৯ | পৃথিবীর ২য় নিকটতম নক্ষত্র | প্রক্সিমা সেন্টারাই |
| ৫০ | পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী? | চাঁদ। |
| ৫১ | পৃথিবীর কাছের ছায়াপথের নাম | ম্যাজিলানিক ক্লাউডস। |
| ৫২ | পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে? | সাড়ে ২৯ দিন। |
| ৫৩ | পৃথিবীর জমজ গ্রহ | শুক্র |
| ৫৪ | পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে? | ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ। |
| ৫৫ | পৃথিবীর নিকটতম নক্ষত্র | সূর্য় |
| ৫৬ | পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ | অালিবার্ড হল। |
| ৫৭ | পৃথিবীর ব্যাস কত? | প্রায় ১২,৬৬৭ কি.মি.। |
| ৫৮ | প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে | রাশিয়া। |
| ৫৯ | প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? | ১৯৩১ সালে। |
| ৬০ | প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? | ২৮৪ বছরে। |
| ৬১ | প্লুটোর কয়টি উপগ্রহ আছে? | ১ টি। |
| ৬২ | প্লুটোর ব্যাস কত? | ৫৯১০ কি.মি.। |
| ৬৩ | বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা | চারটি। |
| ৬৪ | বায়ুর তাপের প্রধান উৎস | সূর্য। |
| ৬৫ | বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা | জি ল্যামেটার। |
| ৬৬ | বিগব্যাঙ তত্ত্বের ব্যাখ্যাকারক | স্টেফিন হকিংস |
| ৬৭ | বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন | মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। |
| ৬৮ | বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? | ৮৮ দিনে। |
| ৬৯ | বুধের ব্যাস কত? | ৪৮৫০ কিমি.। |
| ৭০ | বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী? | ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন। |
| ৭১ | বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত? | ৪৯টি। |
| ৭২ | বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? | ৪,৩৩৩ দিনে। |
| ৭৩ | বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? | ৫ ঘন্টা। |
| ৭৪ | বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে? | ১৬টি। |
| ৭৫ | বৃহস্পতির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? | ৪,৩৩৩ দিন। |
| ৭৬ | ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে | ছায়াবৃত্ত। |
| ৭৭ | মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান | ভাইকিং। |
| ৭৮ | মঙ্গলের ২টি উপগ্রহ হল | ফোবোস ও ডিমোস |
| ৭৯ | মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে | ২০ জুলাই ১৯৬৯। |
| ৮০ | মহাকাশে রেডিও ওয়েভ বিকিরণের উত্স | কোয়াসার |
| ৮১ | মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন | বিজ্ঞানী হেস। |
| ৮২ | মহাজাগতিক রশ্মি আবিস্কার করে হেস নোবেল পান | ১৯৩৬ সালে |
| ৮৩ | মহাশূন্য থেকে অাগত রশ্মি বা কণাকে বলে | কসমিক রে। |
| ৮৪ | মহাশূন্যে পাড়ি দেয়া মানব সৃষ্ট উপগ্রহ | স্পুটনিক-১ |
| ৮৫ | লাল গ্রহ কাকে বলা হয়? | মঙ্গল গ্রহকে। |
| ৮৬ | শুক্র কী নামে পরিচিত? | শুকতারা বা সন্ধ্যা তারা। |
| ৮৭ | শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? | ২২৫ দিনে। |
| ৮৮ | শুক্রগ্রহের অন্য নাম | শুকতারা, সন্ধ্যা তারা। |
| ৮৯ | শুক্রের ব্যাস কত? | ১২,১০৪ কি.মি.। |
| ৯০ | শান্ত সাগর কোথায় অবস্থিত? | চাঁদে। |
| ৯১ | শান্ত সমুদ্র অবস্থিত | চন্দ্রে। |
| ৯২ | শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু | হেলবপ ধুমকেতু। |
| ৯৩ | সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই? | বুধ ও শুক্রে। |
| ৯৪ | সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? | শনির। (২২টি) |
| ৯৫ | সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? | বুধ। |
| ৯৬ | সৌরজগতের বৃহত্তম গ্রহ | বৃহস্পতি যেটি পৃথিবী থেকে ১৩০০গুন বড় |
| ৯৭ | সৌরজগতের বৃহত্তম গ্রহ | বৃহস্পতি। |
| ৯৮ | সপ্তর্ষিমণ্ডলদেখতে | জ্যামিতিক রেখা দিয়ে এদের প্রশ্নবোধক(?) চিহ্নের মত |
| ৯৯ | সপ্তর্ষিমন্ডল অাকাশে দেখায় | জিজ্ঞাসা চিহ্নের মতো। |
| ১০০ | সবচেয়ে বড় উপগ্রহ | টাইটান। |
| ১০১ | সবচেয়ে বড় নক্ষত্র | বেটেলগেম ( সূর্যের চেয়ে ৫০০গুন বড়) |
| ১০২ | সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী? | মিউ সাকাই। |
| ১০৩ | সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী? | ইটা ক্যারিনি। |
| ১০৪ | সবুজ গ্রহ কাকে বলা হয়? | ইউরেনাসকে। |
| ১০৫ | সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? | পিস্টল স্টার। |
| ১০৬ | সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়? | প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)। |
| ১০৭ | সূর্য চন্দ্র অপেক্ষা বড় | ২ কোটি ৩০ লক্ষ গুণ। |
| ১০৮ | সূর্য থেকে অালো অাসা হঠাৎ বন্ধ হয় গেলে অামরা তা অনুভব করতে পারি | ৮ মিনিট ১৯ সেকেন্ড পর। |
| ১০৯ | সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? | ২৮৭ কোটি কিমি.। |
| ১১০ | সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে | ৮.২০মিনিট/৮.৩২মিনিট |
| ১১১ | সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? | প্রায় ১৪ কোটি ৮৮ লাখ কিমি. |
| ১১২ | সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ | নেপচুন |
| ১১৩ | সূর্য ব্যাতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র | প্রক্সিমা সেন্টারাই। |
| ১১৪ | সূর্য হতে পৃথিবীর দূরত্ব কত? | ৪৫০ কোটি কিমি.। |
| ১১৫ | সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিস্কমন্ডলীকে বলা হয় হয় | সৌরজগৎ। |
| ১১৬ | সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে | বুধ গ্রহের। |
| ১১৭ | সূর্যগ্রহণ হয় | অম্যাবস্যা তিথিতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে |
| ১১৮ | সূর্যের অায়তন পৃথিবী অপেক্ষা বড় | ১.৩ মিলিয়ন গুণ। |
| ১১৯ | সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়? | দুবার। |
| ১২০ | সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? | প্রক্সিমা সেন্টরাই। |
| ১২১ | সূর্যের নিজ অক্ষের উপর একবার অাবর্তন করতে সময় লাগে | ২৫ দিন। |
| ১২২ | সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ? | ২৮ গুণ। |
| ১২৩ | সূর্যের মধ্যে মৌলিক গ্যাস বেশি রয়েছে | হাইড্রোজেন। |
| ১২৪ | সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? | প্লুটো। |
| ১২৫ | সূর্যপৃষ্ঠে উত্তাপ | ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। |
| ১২৬ | সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন নভোচারী | ইউরি গ্যাগরিন। |
| ১২৭ | সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে? | ১৭৫৯ সালে। |
| ১২৮ | হেল বফ ধুমকেতু অাবিস্কৃত হয় | ১৯৯৫ সালে। |
| ১২৯ | হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে | ২০৬২ সালে |
| ১৩০ | হ্যালির ধুমকেতু দেখা যায় | ৭৬ বছর পর পর। |
| ১৩১ | হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় | ১৯৮৬ সালে। |