📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস – প্রিলিমিনারি – ইংরেজি – Agreement & Disagreement

(1): And দ্বারা দুই বা ততোধিক Noun যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে verb টি singular হবে, আর পৃথক পৃথক ব্যক্তি/ বস্তুকে বোঝালে verb টি plural হবে। For example: The headmaster and secretary of the school was present in the meeting. The headmaster and the secretary of the school were present in the meeting.

(2): সাধারণত and দ্বারা যদি দুটি Singular Subject যুক্ত হয়, তবে Verb টি plural হয়। তবে উক্ত Noun দুটি দ্বারা যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে, তাহলে verb টি singular হয়। For example: Slow and steady wins the race. Bread and butter is my favorite breakfast. The horse and carriage is ready.

(3): Either of বা Neither of যদি Subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তার verb টি singular হবে। For example: Either of them was present. Neither of them has done this.

(4): One of যদি Sentence এর Subject হয়, এরপর plural noun/pronoun হলেও verb টি singular হয়। For example: One of my friends is a doctor. At least one of the students gets full marks every time.

(5): Anybody, anyone, nobody, no one, somebody, someone, everybody, everyone, something, nothing, and everything ইত্যাদি subject হিসেবে ব্যবহৃত হলে verb টি সবসময় singular হবে। For example: Everybody loves an honest man. Something is better than nothing.

(6): নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝালে subject দেখতে plural হলেও verb singular হবে। For example: Fifty miles is a long distance. Seventy mounds is a heavy weight.

(7): কোন Noun এর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক Adjective যেমনঃ pair, dozen, hundred, thousand ইত্যাদি থাকলে verb টি singular হয়। For example: A dozen of pens was distributed. A pair of shoes was bought for him.

(8): দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদির নামে Plural Noun থাকলেও verb টি সর্বদা singular হবে। For example: The Arabian Nights is still a great favorite. Great Expectations is a great novel.

(9): A number of দিয়ে subject শুরু হলে পরবর্তী verb টি plural হয়, কিন্তু The number of দিয়ে শুরু হলে verb টি singular হয়। For example: The number of people was very high. A number of boys are playing in the field.

(10): Many যদি subject এ থাকে তাহলে পরের noun ও verb টি plural হবে। কিন্তু Many a থাকলে পরবর্তী Noun ও Verb উভয়ই singular হবে। For example: Many a man has tried to complete the work. Many students were absent yesterday.

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

   
   

0 responses on "বিসিএস - প্রিলিমিনারি - ইংরেজি - Agreement & Disagreement"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved