- বি. কে . এস . পি – বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
- বি. কে. এস. পি প্রতিষ্ঠিত হয় – ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে
- বি. কে. এস. পি অবস্থিত – জিরানী, সাভার
- বাংলাদেশের জাতীয় খেলা – কাবাডি ( হা-ডু-ডু)
- ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয় – ১৯১৫ সালে
- বাংলাদেশ ফুটবল দল প্রথম আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে – ১৯৭৩ সালে মালয়েশিয়ায়
- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক – জাকারিয়া পিন্টু
- কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশগ্রহণ করে – ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে
- বাংলাদেশ এ পর্যন্ত সাফ গেমসে কতবার চ্যাম্পিয়ন ও কতবার রানার আপ – একবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্স আপ ।
- বাংলাদেশ কোন সাফ গেমসে চ্যাম্পিয়ন হয় – অষ্টম সাফগেমসে নেপালকে ১-০ গোলে হারিয়ে
- অষ্টম সাফ গেমস ফুটবলের ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেন – আলফাজ
- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় – ১৯৭৩ সালে
- ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আই.সি.সি ট্রফি জিতে নেয়
- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ‘ওয়ান ডে স্ট্যাটাস’ রাভ করে – ১৫ জুন, ১৯৯৭ সালে
- বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে – ২৬ জুন, ২০০০ সালে
- বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কততম – দশম
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় – ১৭ মে, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের সঙ্গে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।