চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বিশ্বে বিরোধপূর্ণ কিছু দ্বীপ
নিউমুর / পূর্বাশা অন্তরীপ — বাংলাদেশ ও ভারত
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
স্প্রাটলি দ্বীপপুঞ্জ — ভিয়েতনাম ও চীন
প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
শাখালিন দ্বীপপুঞ্জ — জাপান ও রাশিয়া
ফকল্যান্ড দ্বীপ — ব্রিটেন ও আর্জেন্টিনা
কুরিল দ্বীপপুঞ্জ — রাশিয়া ও জাপান
পেরেজিল/লায়লা দ্বীপ —স্পেন ও মরক্কো
আবু মুসা দ্বীপ — সংযুক্ত আরব আমিরাত ও ইরান ।
D-8(Developing Eight)-এর সদস্য:
বাপ মা নাই তুমিই সব
বা= বাংলাদেশ
প=পাকিস্তান
মা= মালয়েশিয়া
না= নাইজেরিয়া
ই= ইরান
তু= তুরস্ক
মি= মিশর
ই= ইন্দোনেশিয়া
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বিশ্বে বিরোধপূর্ণ কিছু দ্বীপ"