- প্রশ্ন: দ্বিতীয়বারের মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন-
উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায়নিদের্শনা: দ্বিতীয়বারের মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- প্রশ্ন: EU থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে জনগণের রায় নিতে সেদেশে গণভোট অনুষ্ঠিত হবে-
উত্তর: ২৩ জুন, ২০১৬নিদের্শনা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার -যেটি ‘ব্রেক্সিট’ নামে পরিচিত হয়ে উঠেছে। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে জনগণের রায় নিতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে-২৩ জুন, ২০১৬।
- প্রশ্ন: ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যেতে পারে’ এটি কী নামে পরিচিত?
উত্তর: ব্রেক্সিটনিদের্শনা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার -যেটি ‘ব্রেক্সিট’ নামে পরিচিত হয়ে উঠেছে। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে জনগণের রায় নিতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে-২৩ জুন, ২০১৬।
- প্রশ্ন: জার্মান কাপ-২০১৬, চ্যাম্পিয়ান-
উত্তর: বায়ার্ন মিউনিকনিদের্শনা: জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বায়ার্ন মিউনিখ।
- প্রশ্ন: কোপা ডেল রে-২০১৬, চ্যাম্পিয়ান-
উত্তর: বার্সেলোনানিদের্শনা: বার্সেলোনা সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে, “কোপা ডেল রে-২০১৬” চ্যাম্পিয়ান হয়।
- প্রশ্ন: লন্ডনের প্রথম মুসলিম মেয়রের নাম?
উত্তর: সাদিক খাননিদের্শনা: লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন-পাকিস্তানের বংশোভূত সাদিক খান।
- প্রশ্ন: NASA’র তথ্য মতে, সৌরজগতের বাইরে মোট গ্রহের সংখ্যা-
উত্তর: ৩ হাজার ২৬৪টিনিদের্শনা: সৌরজগতের বাইরে আরও ১হাজার ২৮৪টি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংগঠন নাসা এ ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে সৌরজগতের বাইরে মোট গ্রহের সংখ্যা ৩ হাজার ২৬৪টি।
- প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে-
উত্তর: বজ্রপাতকেনিদের্শনা: সরকারি নথিতে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো না। দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় পরিকল্পনা ২০১০-১৫-এ মোট ১২টি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ আছে। তবে এর মধ্যে বজ্রপাত নেই। বজ্রপাতে হতাহতের ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সরকার। সম্প্রতি বজ্রপাতে সারা দেশে মোট ৮১ জনের মৃত্যু হয়।
- প্রশ্ন: WHO এর মতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ইরানের-
উত্তর: জাবলনিদের্শনা: WHO এর মতে বিশ্বের চরম বায়ু দূষণের শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরানের জাবল (Zabol) শহর। এ তালিকায় এরপর স্থানই পেয়েছে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ। এরপর স্থান পেয়েছে সৌদি আরবের দুটি শহর রাজধানী রিয়াদ এবং আল জুবেইল।
- প্রশ্ন: ফিফার প্রথম নারী মহাসচিব কে?
উত্তর: ফাতমা সাম্বা দিওফ সামৌরানিদের্শনা: প্রথম নারী হিসেবে FIFA’র মহাসচিব পদে নিয়োগ পেলেন সেনেগালের “ফাতমা সাম্বা দিওফ সামৌরা”। ২১ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ফাতমা সাম্বা। ১৯৯৫ সালে জাতিসংঘে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন দেশে কাজ করেছেন তিনি। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আরো পড়ুনঃ
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৭৪"