🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৭১

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৭১

  • প্রশ্ন:  পদার্থ বিজ্ঞানের ব্রেকথ্রু পুরস্কার পেলেন বাংলাদেশের-
    উত্তর:  সেলিম শাহরিয়ার ও দীপঙ্কর তালুকদার 
     

    নিদের্শনা: ব্রেক থ্রু প্রাইজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞানী আইনস্টাইন ১০০ বছর আগে যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করার জন্য বিশেষ এই পুরস্কার পাচ্ছেন লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি বা লাইগোর প্রতিষ্ঠাতা রোনাল্ড ডব্লিউ পি ড্রিভার, কিপ এস থ্রোন, রেইনার ওয়েসিসসহ এই আবিষ্কারের সঙ্গে যুক্ত বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১২ জন বিজ্ঞানী। তিন মিলিয়ন ডলারের এই পুরস্কারের অর্থ দুই ভাগে ভাগ হবে। লাইগোর প্রতিষ্ঠাতা তিনজন মিলে পাবেন এক মিলিয়ন মার্কিন ডলার আর বাকি ১ হাজার ১২ জন গবেষক মিলে পাবেন বাকি দুই মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

  • প্রশ্ন:   ইংরেজী প্রিমিয়ার লীগ ফুটবলের ২০১৫-২০১৬ মৌসুমে চ্যাম্পিয়ান হয় কোন ক্লাব-
    উত্তর:  লেস্টার সিটি 
     

    নিদের্শনা: ক্লাবটির ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম ‘ইংরেজী প্রিমিয়ার লীগ’র শিরোপা জয় লাভ করল।

  • প্রশ্ন:  এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (মধ্য ও দক্ষিণাঞ্চল) চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন-
    উত্তর:  বাংলাদেশ 
     

    নিদের্শনা: ভারতকে ফাইনালে ৪-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (মধ্য ও দক্ষিণাঞ্চল) চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।

  • প্রশ্ন:  বিশ্বব্যাংক মতে, বাংলাদেশের আগামী অর্থবছরে (২০১৬-১৭) প্রবৃদ্ধি হবে-
    উত্তর:  ৬.৮% 
     

    নিদের্শনা: আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। তবে চলতি অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া সাময়িক হিসাবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধির যে হিসাব দেওয়া হয়েছে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বিশ্বব্যাংক।

  • প্রশ্ন:  কোন দেশ কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না -এই মর্মে নিষেধাজ্ঞা জারি হয়েছে?
    উত্তর:  দক্ষিণ আফ্রিকা 
     

    নিদের্শনা: অশ্বেতাঙ্গ ক্রিকেটারের কোটা পূরণ না হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, রাগবি, নেটবল ও অ্যাথলেটিকসও পেয়েছে এই নিষেধাজ্ঞা। গত বছর (২০১৫ সালে) দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটা চুক্তি হয়েছিল দেশের পাঁচটি ফেডারেশনের। সেটি অনুসারে, দলে অন্তত ৬০ ভাগ অশ্বেতাঙ্গ খেলোয়াড় থাকার কথা। কিন্তু ক্রিকেটে সেই হার ৫৫ শতাংশ।

  • প্রশ্ন:  বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার অতিক্রম করে কবে?
    উত্তর:  ২৫ এপ্রিল, ২০১৬ 
     

    নিদের্শনা: রপ্তানি আর্ন বৃদ্ধি এবং আমদানিতে ধীর গতির কারণে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়।

  • প্রশ্ন:  সম্প্রতি ‘প্যারিস জলবায়ু চুক্তি’ কোথায় স্বাক্ষরিত হয়?
    উত্তর:  নিউ ইয়র্কে 
     

    নিদের্শনা: প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে ইউরোপিয় ইউনিয়ন ও ১৭৪টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা। ২২ এপ্রিল (বিশ্ব ধরিত্রী দিবসে) নিউইয়র্কে ১৭৪টি দেশ ও একটি সংস্থাকে নিয়ে মোট ১৭৫টি পক্ষের স্বাক্ষরদান নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। সম্মেলনে বিশ্বের তাপমাত্রা প্রাক শিল্পায়ন পর্বের তাপমাত্রার তুলনায় কিছুতেই ২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে না দেওয়ার এ সমঝোতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার ব্যাপারেও ঐকমত্য হয়।

  • প্রশ্ন:  বিশ্বের প্রথম অঞ্চল হিসেবে কোন মহাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হয়েছে বলে WHO ঘোষণা দেয়?
    উত্তর:  ইউরোপ থেকে 
     

    নিদের্শনা: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO জানিয়েছে, ইউরোপ বিশ্বের প্রথম অঞ্চল যেখান থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হয়েছে।

  • প্রশ্ন:  সম্প্রতি ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে স্বাক্ষর করে কতটি দেশ ও সস্থা?
    উত্তর:  ১৭৫টি 
     

    নিদের্শনা: প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে ইউরোপিয় ইউনিয়ন ও ১৭৪টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা। ২২ এপ্রিল (বিশ্ব ধরিত্রী দিবসে) নিউইয়র্কে ১৭৪টি দেশ ও ১টি সংগঠন নিয়ে মোট ১৭৫টি পক্ষের স্বাক্ষরদান নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। সম্মেলনে বিশ্বের তাপমাত্রা প্রাক শিল্পায়ন পর্বের তাপমাত্রার তুলনায় কিছুতেই ২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে না দেওয়ার এ সমঝোতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার ব্যাপারেও ঐকমত্য হয়।

  • প্রশ্ন:  যুক্তরাষ্ট্র নতুন ২০ ডলারে প্রথমবারের মতো একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে কার ছবি থাকবে?
    উত্তর:  হ্যারিয়েট টাবম্যানের 
     

    নিদের্শনা: যুক্তরাষ্ট্র নতুন ২০ ডলারের যে নোট বাজারে ছাড়বে, তাতে প্রথমবারের মতো একজন আফ্রিকান-আমেরিকানের ছবি থাকবে। তাঁর নাম হ্যারিয়েট টাবম্যান। শুধু টাবম্যানই নন, নতুন ৫ ও ১০ ডলারের নোটেও নতুন মুখ আসছে। এঁদের মধ্যে রয়েছেন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং ও সর্বজনীন মানবাধিকারের ঘোষণার অন্যতম প্রণেতা মিসেস ইলেনর রুজভেল্ট।

    আরো পড়ুন ঃ
    কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়?

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৭১"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved