🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৬৬

  • প্রশ্ন:  বাংলাদেশের কোথায় প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত হবে?
    উত্তর:  মহেশখালীতে 
     

     

    নিদের্শনা: বাংলাদেশে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি) টার্মিনাল (এসএসআরইউ) স্থাপনে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের মধ্যে। টার্মিনালটি মহেশখালীতে স্থাপন করা হবে।

  • প্রশ্ন:  মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট -এর নাম কি?
    উত্তর:  থিন কিউ 
     

     

    নিদের্শনা: মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউ (৩০ মার্চ, ২০১৬ তারিখে) শপথ নিয়েছেন। ৫০ বছরের বেশি সময় পর মিয়ানমার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট পেল।

  • প্রশ্ন:  বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজের নাম?
    উত্তর:  এয়ার‌ল্যান্ডার-১০ 
     

     

    নিদের্শনা: বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০ চালানোর আগে এর ছবি প্রকাশ করা হয়েছে। ৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা। এ উড়োজাহাজটির নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি) এবং এটি তৈরি করতে প্রায় নয় বছর সময় লেগেছে। টানা তিন সপ্তাহ এটি আকাশে থাকতে পারবে। জ্বালানি হিসেবে এতে হিলিয়াম ব্যবহার করা হয়েছে।

  • প্রশ্ন:  বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
    উত্তর:  দশম 
     

     

    নিদের্শনা: বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় দশম স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, শুধু নারীদের মধ্যে ​তিনি আছেন পঞ্চম স্থানে। তালিকাটি প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফরচুন। ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার’ শিরোনামে ২০১৬ সালের এই তালিকায় শীর্ষ ৫০ জন নেতার মধ্যে ২৩ জনই নারী।

  • প্রশ্ন:  সম্প্রতি কোন বাঙালী বিজ্ঞানী সোল টেস্ট অব টাইম অ্যাওয়ার্ডে ভূষিত হলেন?
    উত্তর:  বদরুল মুনির সরওয়ার 
     

     

    নিদের্শনা: ইন্টারনেট-প্রযুক্তি ও কৌশল বিকাশে অবদানের জন্য ২০১৬ সালের সোল টেস্ট অব টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন বাঙালি বিজ্ঞানী বদরুল মুনির সরওয়ার। তাঁর সঙ্গে আরও তিনজন এ পুরস্কার পেয়েছেন। গত বছর থেকে চালু হওয়া এই পুরস্কার পেয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ।

  • প্রশ্ন:  দেশের প্রথম কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
    উত্তর:  পায়রা, পটুয়াখালী 
     

     

    নিদের্শনা: বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে  দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর পায়রায় নির্মিত হচ্ছে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

  • প্রশ্ন:  বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান কবে পদত্যাগ করেন?
    উত্তর:  ১৫ মার্চ, ২০১৬ 
     

     

    নিদের্শনা: মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ডলার লোপাট হবার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মাঝে ১৫ মার্চ, ২০১৬ তারিখে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের ১০ম গভর্ণর ড. আতিউর রহমান।

  • প্রশ্ন:  বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬ কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর:  জার্মানিতে 
     

     

    নিদের্শনা: জার্মানির হ্যানোভার শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬। ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ‘ডিকোনমি’ শব্দটিকে মেলার মূল বিষয় ধরা হয়।

  • প্রশ্ন:  সম্প্রতি ক্রিকইনফোর বর্ষসেরা ‘অভিষিক্ত ক্রিকেটার’ হয়েছেন কোন বাংলাদেশী খেলোয়াড়?
    উত্তর:  মুস্তাফিজুর রহমান 
     

     

    নিদের্শনা: ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

  • প্রশ্ন:  জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন)-এর জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান-
    উত্তর:  ১১০তম 
     

     

    নিদের্শনা: বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। ১৫৬ টি দেশের মধ্যে ১১০ নম্বরে রয়েছে বাংলাদেশ।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৬৬"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved