🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৯

 

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৯

  • প্রশ্ন:  কাজী নজরুল ইসলামের “সঞ্চিতা” ইংরেজীতে অনুবাদ করেন-
    উত্তর:  অধ্যাপক মোস্তফা মুনির 
     

    নিদের্শনা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার রচিত শ্রেষ্ঠ ৭৮টি কবিতা এবং ১৯টি গীতি বাছাই করে সংকলন করেন “সঞ্চিতা”। সম্প্রতি এটি ইংরেজীতে অনূদিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। এর অনুবাদক টেক্সাসের হিউস্টন প্রবাসী বাংলাদেশি লেখক -অধ্যাপক মোস্তফা মুনির।

  • প্রশ্ন:  বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্পের সংকলন ‘জনকের মুখ’-এর সম্পাদক-
    উত্তর:  আখতার হুসেন 
     

    নিদের্শনা: বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্পের সংকলন ‘জনকের মুখ’ সম্পাদনা করেন -আখতার হুসেন। বইটি প্রকাশ করেছে -কথাপ্রকাশ।

  • প্রশ্ন:  বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- জাপানি ভাষায় অনুবাদ করেন-
    উত্তর:  কাজুহিরো ওয়াতানাবে 
     

    নিদের্শনা: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- জাপানি ভাষায় অনুবাদ করেন – ‘কাজুহিরো ওয়াতানাবে’ প্রকাশনা সংগঠন “আকাশি শোতেন”। প্রকাশিত হয়- ২ আগস্ট, ২০১৫ তারিখে।

  • প্রশ্ন:  বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- ইংরেজী ভাষায় অনুবাদ করেন-
    উত্তর:  অধ্যাপক ফকরুল আলম 
     

    নিদের্শনা: বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’- ইংরেজী ভাষায় অনুবাদ করেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ‘অধ্যাপক ফকরুল আলম’।

  • প্রশ্ন:  কোন দেশের বিজ্ঞানী মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন?
    উত্তর:  যুক্তরাজ্য 
     

    নিদের্শনা: যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন।

  • প্রশ্ন:  ২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে?
    উত্তর:  নেপাল 
     

    নিদের্শনা: বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন নেপাল

  • প্রশ্ন:  বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়ার কে?
    উত্তর:  সাকিব আল হাসান 
     

    নিদের্শনা: টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরার আসনে রয়েছেন সাকিব আল হাসান

  • প্রশ্ন:  বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়ার কে?
    উত্তর:  সাকিব আল হাসান 
     

    নিদের্শনা: টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের সবার ওপরে আছেন সাকিব আল হাসান।

  • প্রশ্ন:  প্রথম বাংলাদেশী হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন কে?
    উত্তর:  সাকিব আল হাসান 
     

    নিদের্শনা: প্রথম বাংলাদেশী হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

  • প্রশ্ন:  ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার কে?
    উত্তর:  আলিসন ব্লেক 
     

    নিদের্শনা: ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার অ্যালিসন ব্লেইক

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৫৯"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved