সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৫
- প্রশ্ন: দেশের প্রথম প্রজাপতি পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নিদের্শনা: প্রাকৃতিক বৈচিত্র্যের আধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন গড়ে তোলেন দেশের প্রথম ‘প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র’। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে প্রায় তিন একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই পার্ক ও গবেষণাকেন্দ্র।
- প্রশ্ন: বাংলাদেশে কবে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়?
উত্তর: ১৮ নভেম্বর, ২০১৫নিদের্শনা: নিরাপত্তা জনিত কারণে ১৮ নভেম্বর, ২০১৫ তারিখে বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। বিটিআরসির নির্দেশে এ কাজটি করতে গিয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন থাকে বাংলাদেশ। ১০ ডিসেম্বর, ২০১৫ তারিখে আবার ফেসবুক চালু করে দেওয়া হয়।
- প্রশ্ন: টাইম ম্যাগাজিনের ২০১৫ সালের “পারসন অব দ্য ইয়ার” কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: অ্যাঙ্গেলা মেরকেলনিদের্শনা: যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
- প্রশ্ন: বাংলাদেশের কোথায় তেল খালাসের স্টেশন তৈরি করা হবে?
উত্তর: মহেশখালী
নিদের্শনা:
‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক এই প্রকল্পের আওতায় মহেশখালীতে তেল খালাসের স্টেশন তৈরি করা হবে।সেখান থেকে সমুদ্রের তলদেশ ও উপকূলীয় এলাকার ২২০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে ওই জ্বালানি তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হবে।
আমদানি করা জ্বালানি তেল নিরাপদ ও স্বল্প ব্যয়ে খালাস করতে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন তেল খালাসে ৫ হাজার কোটি টাকার প্রকল্প ৮/১২/২০১৫ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন করেছে।
- প্রশ্ন: সম্প্রতি বাংলা একাডেমির হীরক জয়ন্তী কত তারিখে পালিত হয়?
উত্তর: ৩ ডিসেম্বর, ২০১৫নিদের্শনা: ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকার বর্ধমান হাউসে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে ২০১৫ সালের ৩ ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ছয় দশক (৬০ বছর) পূর্তি হল।
- প্রশ্ন: IMF -এর পঞ্চম রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পেল?
উত্তর: চীনা ইউয়াননিদের্শনা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ইউয়ান। চীনের মুদ্রা ইউয়ান -কে রিজার্ভ মুদ্রার সিদ্ধান্ত কার্যকর হবেঃ ১ অক্টোবর, ২০১৬। IMF -এর রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পাওয়া ৫ টি মুদ্রা হচ্ছে- মার্কিন ডলার, ইউরো জোনের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ও চীনের ইউয়ান।
- প্রশ্ন: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পরিবেশ রক্ষায় বিল গেটসের ঘোষণাটির নাম কি?
উত্তর: ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশননিদের্শনা: প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে পরিবেশ রক্ষায় নিজের সর্বশেষ পদক্ষেপ ‘ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশন’-এর ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
- প্রশ্ন: এ বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশী কোন খেলোয়াড়?
উত্তর: মুস্তাফিজুর রহমাননিদের্শনা: আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এ বছর চমক জাগানো বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। বর্ষসেরা দল ২০১৫ নির্বাচনের বিবেচনায় নেওয়া হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত পারফরম্যান্স। এই সময়ে ৬টি ওয়ানডে খেলে মুস্তাফিজের উইকেট ছিল ১৮টি।
***আইসিসি বর্ষসেরা একাদশ ও ব্যাটিং অর্ডারে:
১. তিলকরত্নে দিলশান
২. হাশিম আমলা
৩. কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার)
৪. এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক)
৫. স্টিভেন স্মিথ
৬. রস টেইলর
৭. ট্রেন্ট বোল্ট
৮. মোহাম্মদ সামি
৯. মিচেল স্টার্ক
- প্রশ্ন: কমনওয়েলথের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন-
উত্তর: ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড - প্রশ্ন: লা লিগার ২০১৪-১৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন-
উত্তর: লিওনেল মেসিনিদের্শনা: স্পেনের লা লিগার ২০১৪-১৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তাছাড়া তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৫৫"