🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৩৭

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৩৭

  • প্রশ্ন:  ২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন কে?
    উত্তর:  মোহাম্মদ সাঈদ খোকন 
     

    নিদের্শনা: বাংলাদেশে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০১৫।২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন।

  • প্রশ্ন:  বাংলাদেশে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
    উত্তর:  ২৮ এপ্রিল ২০১৫ 
     

    নিদের্শনা: বাংলাদেশে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০১৫।২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন।

  • প্রশ্ন:  ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ব্যয়ের খাতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কোন খাত?
    উত্তর:  জনপ্রশাসন খাত 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬,৬৫৭ কোটি টাকা।এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় হবে জনপ্রশাসন খাতে। এর পরিমান ১৯ দশমিক ২ শতাংশ। এরপরেই রয়েছে দেশি-বিদেশি উৎস থেকে গৃহীত ঋণের সুদ। যার পরিমান ১১ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া- শিক্ষা ও প্রযুক্তি খাতে ১১ দশমিক ৬, পরিবহণ ও যোগাযোগখাতে ৯ দশমিক ৭, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নখাতে ৭ দশমিক ১, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬ দশমিক ৩, স্বাস্থ্য খাতে ৪ দশমিক ৩, কৃষি খাতে ৬ দশমিক ৮, প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ২, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৫ দশমিক ৭, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৪ দশমিক ৬, গৃহায়ণ খাতে ১, বিনোদন-সংস্কৃতি ও ধর্ম খাতে দশমিক ৮ এবং শিল্প ও অর্থন

  • প্রশ্ন:  ২০১৫-১৬ অর্থবছরে বাজেট এ বাংলাদেশে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত?
    উত্তর:  ২০৮৪৪৩ কোটি টাকা 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬,৬৫৭ কোটি টাকা.২০১৫-১৬ অর্থবছরে বাজেট এ বাংলাদেশে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০৮৪৪৩ কোটি টাকা

  • প্রশ্ন:  ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে কত?
    উত্তর:  ৮৬,৬৫৭ কোটি টাকা 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬,৬৫৭ কোটি টাকা

  • প্রশ্ন:  ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের  জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত?
    উত্তর:  ৭ শতাংশ 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।

  • প্রশ্ন:  ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত?
    উত্তর:  ২৯৫১০০কোটি টাকা 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ

  • প্রশ্ন:  বাংলাদেশে ২০১৫-১৬ অর্থবছরের জন্য কততম বাজেট?
    উত্তর:  ৪৪ তম 
     

    নিদের্শনা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ

  • প্রশ্ন:  নরেন্দ্র মোদি, সরকার গঠনের পর কততম দেশ হিসেবে বাংলাদেশ সফর করলেন?
    উত্তর:  ১৯ 
     

    নিদের্শনা: ২০১৫ সালে নরেন্দ্র মোদি, সরকার গঠনের পর ১৯ তম দেশ হিসেবে বাংলাদেশ সফর করলেন

  • প্রশ্ন:  বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়  কার্যকর হবে?
    উত্তর:  ৩১ জুলাই,২০১৫ 
     

    নিদের্শনা: বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল বিনিময় আগামী ৩১ জুলাই,২০১৫ মধ্যরাত থেকে কার্যকর হবে। ছিটমহলের অধিবাসীরা এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে চাইলে ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে।

    বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি-১৯৭৪ এবং সীমান্ত চুক্তির প্রটোকল ২০১১-এর বাস্তবায়ন প্রক্রিয়ার চিঠিতে এ কথা বলা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, অপদখলীয় জমি বিনিময় ও সীমানা চিহ্নিত করার কাজটি শেষ হবে ২০১৬ সালের ৩০ জুন।ছিটমহল বিনিময় প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময়ের আগে দুই দেশের সরকারের প্রতিনিধিরা যৌথভাবে ছিটমহলগুলো পরিদর্শন করবেন। এ সময় তাঁরা ছিটমহলবাসীকে তাঁদের জাতীয়তা ও নাগরিক হিসেবে অধিকারের বিষয়ে অবহিত করবেন।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৩৭"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved