🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৩৩

  • প্রশ্ন:  ২০১৫ সালের ১১ তম ICC World Cup এ “ম্যান অব দ্য টুর্নামেন্ট” হয়েছেন কে?
    উত্তর:  মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের ১১ তম ICC World Cup এ “ম্যান অব দ্য টুর্নামেন্ট” অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

  • প্রশ্ন:  ১১ তম ICC World Cup  কোন দেশ জয় লাভ করে?
    উত্তর:  অস্ট্রেলিয়া 
     

     

    নিদের্শনা: ১১ তম আইসিসি ওয়ার্ড কাপ ২০১৫ এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া পঞ্চম বারের মত ওয়ার্ড কাপ জয় লাভ করে।

  • প্রশ্ন:  ২০১৫ সালের স্বাধীনতা পদক কত জন পেয়েছেন?
    উত্তর:  ৭ জন 
     

     

    নিদের্শনা: ৮ জনকে স্বাধীনতা পদক-২০১৫ দেয়ার জন্য মনোনয়ন করা হয়। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাফফর আহমদ এই পদক নিতে অস্বীকৃতি জানান। তাই ৭ জনকে পদক দেয়া হয়। মুক্তিযুদ্ধ ও জাতীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ সাতজনকে ২০১৫ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে।

    বিশিষ্ট ওই সাত ব্যক্তি হলেন কমান্ড্যান্ট মানিক চৌধুরী (মরণোত্তর), রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মামুন মাহমুদ (মরণোত্তর), সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিববিয়া, অধ্যাপক আনিসুজ্জামান, চলচ্চিত্র অভিনেতা আবদুর রাজ্জাক, বিশিষ্ট কৃষি গবেষক মোহাম্মদ হোসেন মণ্ডল ও সাংবাদিক সন্তোষ গুপ্ত (মরণোত্তর)।

  • প্রশ্ন:  ২০১৫ সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সেরা মানবাধিকারকর্মীর পুরস্কার কে পেয়েছেন?
    উত্তর:  আই ওয়েইওয়েই এবং জোয়ান বায়েজ 
     

     

    নিদের্শনা: মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০১৫ সালের সেরা মানবাধিকারকর্মীর পুরস্কার ঘোষণা করেছে। এবারের পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন চীনের ভিন্নমতাবলম্বী চিত্রশিল্পী আই ওয়েইওয়েই এবং মার্কিন খ্যাতনামা লোকসংগীতশিল্পী জোয়ান বায়েজ। অ্যামনেস্টির মহাসচিব সুনীল শেঠি বলেন, ‘তাঁরা নিজেদের জীবন ও কর্মের মাধ্যমে মানবাধিকার রক্ষার লড়াইয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।’ আগামী ২১ মে জার্মানির বার্লিনে এ পুরস্কার দেওয়া হবে।

  • প্রশ্ন:  জার্মান বিমান বিধ্বস্ত হয়েছে কত তারিখে?
    উত্তর:  ২৪ই মার্চ ২০১৫ 
     

     

    নিদের্শনা: জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি ২৪ই মার্চ ২০১৫ স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল।আরোহীদের মধ্যে ৬৭ জন জার্মান এবং ৪৫ জনের মতো স্প্যানিশ ছিলেন। উড়োজাহাজে জার্মানির একটি বিদ্যালয়ের ১৬ জন শিশুশিক্ষার্থী এবং তাদের দুই শিক্ষকও ছিলেন।ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও জার্মানউইংসের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ইউ ৯৫২৫ ফ্লাইটটিতে ১৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় পৌনে ১১টার দিকে উড়োজাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হয়। এ সময় উড়োজাহাজটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বার্সালোনেত্তি এলাকায় ছিল।

    ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস জানান, আরোহীদের কেউ বেঁচে নেই। কর্তৃপক্ষএই দুর্ঘটনার ‘কোনো তত্ত্বই নাকচ করতে পারে না’ বলে উল্লেখ করেন তিনি। উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

  • প্রশ্ন:  সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা “লি কুয়ান ইউ” কবে মারা গেছেন?
    উত্তর:  ২৩ মার্চ, ২০১৫ 
     

     

    নিদের্শনা: ক্ষুদ্র নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা “লি কুয়ান ইউ” ২৩ মার্চ, ২০১৫ তারিখে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। একটি ছোট বন্দরনগর সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং এর আধুনিকায়নে লি কুয়ান ইউয়ের অবদান বিশাল। লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুর ১৯৫৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বায়ত্তশাসন অর্জন করে। ১৯৬৫ সালে তাঁর নেতৃত্বেই স্বাধীন হয় সিঙ্গাপুর।

  • প্রশ্ন:  ১১ তম বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে কত রানে পরাজিত হয়?
    উত্তর:  ১০৯ রানে 
     

     

    নিদের্শনা: ১১ তম বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে পরাজিত হয়। ভারতের স্কোরঃ ৩০২ রান। বাংলাদেশ স্কোরঃ ১৯৩ রান।

  • প্রশ্ন:  বার্দো মিউজিয়াম কোথায় অবস্থিত?
    উত্তর:  তিউনেশিয়া 
     

     

    নিদের্শনা: প্রত্নতত্ত্বের বিশাল ভাণ্ডারের জন্য বিখ্যাত বার্দো জাদুঘর পর্যটকদের জন্য তিউনিসের অন্যতম আকর্ষণীয় স্থান। ১৮ই মার্চ ২০১৫ এ বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক বলে দেশটির প্রধানমন্ত্রী হাবিব এজিদ জানিয়েছেন।

  • প্রশ্ন:  বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস কার?
    উত্তর:  মার্টিন গাপটিল 
     

     

    নিদের্শনা:  ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ২৩৭ রান করে অপরাজিত থাকেন গাপটিল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে এর আগে দ্বিশতকের ইনিংস ছিল পাঁচটি। এর মধ্যে দুটিই খেলেন ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন তিনি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস এটাই।

  • প্রশ্ন:  বেনিয়ামিন নেতানিয়াহু কত বারের মত ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
    উত্তর:  ৪ 
     

     

    নিদের্শনা: ১৮ই মার্চ ২০১৫ এ অনুষ্ঠিত  ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এতে করে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন নেতানিয়াহু।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৩৩"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved