- প্রশ্ন: ২০১৪ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার জিতেছেন?
উত্তর: জঁ তিহলনিদের্শনা: ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জঁ তিহল। বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়। জঁ তিহলের জন্ম ১৯৫৩ সালে, ফ্রান্সের থোয়ায়। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউ অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন।
- প্রশ্ন: ২০১৭ সালে ন্যাটোর (NATO) ২৮তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে–
উত্তর: বেলজিয়াম, ব্রাসেলসনিদের্শনা: *২০১৭ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে–বেলজিয়াম, ব্রাসেলস.
*২০১৬ সালে ”ন্যাটোর” ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়ারশ, পোল্যান্ড।
*সর্বশেষ ২৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের ওয়েলসে। ৪-৫ সেপ্টেম্বার, ২০১৪ তারিখে।
- প্রশ্ন: ২০১৫ সালে ২৭তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইননিদের্শনা: *২০১৫ সালে ২৭তম APEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ফিলিপাইনে: ১৮-১৯ নভেম্বর, ২০১৫ তারিখে।
*২০১৬ সালে ২৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে–লিমা, পেরু।
*২০১৭ সালে ২৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে–ভিয়েতনামে।
*APEC=Asia-Pacific Economic Cooperation
- প্রশ্ন: ১১তম ”আসেম”(ASEM) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: উলানবাটোর, মঙ্গোলিয়ানিদের্শনা: মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর-এ ১১তম ”আসেম”(ASEM) সম্মেলন অনুষ্ঠিত হয়– ১৫-১৬ জুলাই, ২০১৬ তারিখ।
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে বিশেষায়িত (Specialized) ব্যাংক আছে কতটি?
উত্তর: ৩টিনিদের্শনা: Specialized Banks of Bangladesh:
1. Bangladesh Krishi Bank
2. Rajshahi Krishi Unnayan Bank (RAKUB)
3. Bangladesh Development Bank Limited (BDBL)
Specialized Financial Institutions:
1. Grameen Bank
2. House Building Financial Corporation (HBFC)
3. Palli Karma Sahayak Foundation (PKSF)
4. Samabay Bank
- প্রশ্ন: যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?
উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়নিদের্শনা: যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে-”সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।” ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়।
- প্রশ্ন: ২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: জাকার্তা, ইন্দোনেশিয়ানিদের্শনা: ২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমস জাকার্তা, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে
সম্প্রতি ইনচন, দঃ কোরিয়াতে ১৭তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হল।
- প্রশ্ন: বিশ্বের কোন দেশে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: যুক্তরাষ্ট্রেনিদের্শনা: প্রথম স্থানে – যুক্তরাষ্ট্র ৫৭১ জন বিলিয়নিয়ার, দ্বিতীয় স্থানে – চীন ১৯০ জন বিলিয়নিয়ার, তৃতীয় স্থানে – যুক্তরাজ্য ১৩০ জন বিলিয়নিয়ার রয়েছে এবং ১০০ জন বিলিয়নিয়ার নিয়ে ভারত রয়েছে ৬ নম্বরে।
- প্রশ্ন: বাংলাদেশ বিশ্বের কতটি দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করে-
উত্তর: ৪৯ টি দেশেনিদের্শনা: বাংলাদেশ বিশ্বের ৪৯ টি দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করে
- প্রশ্ন: রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: দশমনিদের্শনা: অভিবাসন ও প্রবাসী-আয় নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বব্যাংকের ফেক্টবুক-২০১৬। এই প্রতিবেদনে প্রবাসী-আয় বা রেমিট্যান্স অর্জনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ৫৮০ কোটি ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ রেমিট্যান্স অর্জনকারী দেশ ভারত । দ্বিতীয় স্থানে চীন।
আরো পড়ুনঃ
সাধারণ জ্ঞান – চলামন ঘটনা
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১২"