🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১১

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১১

  • প্রশ্ন:  যুক্তরাষ্ট্রকে টপকে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ-
    উত্তর:   চীন 
     

     

    নিদের্শনা: যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্থানটি দখল করে নিয়েছে চীন। এর ফলে প্রায় দেড় শ বছর পর মার্কিন অর্থনীতি নেমে এল দ্বিতীয় অবস্থানে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, চীনের অর্থনীতির আকার এখন ১১ ট্রিলিয়ন ব্রিটিশ পাউন্ড। আর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ১০ দশমিক ৮ ট্রিলিয়ন পাউন্ডের।

  • প্রশ্ন:  স্কটল্যান্ডে কবে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়?
    উত্তর:  ১৮ সেপ্টম্বার, ২০১৪ 
     

     

    নিদের্শনা: স্কটল্যান্ডে ১৮ সেপ্টম্বার, ২০১৪ এ  স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়।

    গণভোটে ”না” জয়ী হয়। ”না” ভোট পড়ে প্রায় ৫৫ শতাংশ।

  • প্রশ্ন:  ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ কোথায় আঘাত হানে?
    উত্তর:   ভারতের অন্ধ্র প্রদেশে 
     

     

    নিদের্শনা: ১২ অক্টোবর ২০১৪ তারিখে সকাল ১১ টার দিকে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানে।

  • প্রশ্ন:  ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী “সলতিয়েনা আলেক্সিয়েভিচ’’ কোন দেশের লেখক-
    উত্তর:  বেলারুশ 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী “সলতিয়েনা আলেক্সিয়েভিচ’’ বেলারুশের লেখক.

    ২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী “প্যাট্রিক মোদিয়ানো’’ ফ্রান্স-এর লেখক.

  • প্রশ্ন:  ২০১৫ সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার জিতেছেন?
    উত্তর:  সলতিয়েনা আলেক্সিয়েভিচ 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন সলতিয়েনা আলেক্সিয়েভিচ (বেলারুশ).

    ২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন–প্যাট্রিক মোদিয়ানো.

  • প্রশ্ন:  মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
    উত্তর:   
     

     

    নিদের্শনা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম জন কেরি

  • প্রশ্ন:  কুর্দি-অধ্যুষিত শহর ‘‘কোবানি’’ কোন দেশে অবস্থিত?
    উত্তর:  সিরিয়াতে 
     

     

    নিদের্শনা: কুর্দি-অধ্যুষিত শহর ‘‘কোবানি’’ সিরিয়াতে অবস্থিত

  • প্রশ্ন:  Which Organization achieved nobel prize in world peace in 2015?
    উত্তর:  Tunisian National Dialogue Quartet 
     

     

    নিদের্শনা: Nobel Peace Prize, Winners (2015):

    Tunisian National Dialogue Quartet

  • প্রশ্ন:  ‘ট্রি অব পিস’ স্মারকটি কে পান?
    উত্তর:   শেখ হাসিনা 
     

     

    নিদের্শনা: ‘ট্রি অব পিস’ স্মারকটি পান  শেখ হাসিনা

  • প্রশ্ন:  সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী কে?
    উত্তর:  মালালা ইউসূফজাঈ 
     

     

    নিদের্শনা: সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসূফজাঈ. তিনি ১৭ বছর বয়সে এই পুস্কার অর্জন করে।

    আরো পড়ুন ঃ
    সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১২

   
   

1 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১১"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved