এসএসসি(ssc) বা মাধ্যমিকের সকল অধ্যায় দেখতে এখানে যাও
অনুশীলন করঃ- ১। চুনিয়া গ্রামের বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা তৈরি কর।
বহুনির্বাচনি প্রশ্নঃ-
১। চুনিয়া কী খুব অপছন্দ করে ?
ক. ফুল। খ. হলি। গ. সৎভাব। ঘ. মারণাত্তর।
২। চুনিয়া নৈরাশ্যবাদী নয় কেন ? I. আশাবাদী বলে II. সত্যতার প্রতি বিরূপ বলে III. পরররিবর্তন প্রত্যাশী বলে। নিচের কোনটি সঠিক ?
ক. I খ. II গ. III ঘ. IIও III
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ- মধুপুরী পল্লিটি অত্যন্ত মনোরমভাবে গড়ে তোলা হয়েছে। শহর থেকে অনেক দূরে অবস্থিত বলে সেখানে অমানবিক যান্ত্রিক কোলাহল পৌঁছাতে পারেনি। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পশু, পাখি ও প্রাণী বসবাস করে। মাঝে মধ্যে সেখানে শুটিং হলেও জায়গাটির সৌন্দর্য ও মহিমা হারিয়ে যায়নি।
উদ্দীপকটি ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতার কোন দিককে প্রকাশ করছে ?
ক. স্পর্শকাতরতা। খ. সমৃদ্ধ। গ. একটি গ্রামীণ জীবন। ঘ. পরিবর্তনশীলতা।
উদ্দীপকে প্রতিফলিত ভাবটি ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতার কোন পঙ্কতিতে প্রকাশ পেয়েছে ?
ক. চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি। খ. চুনিয়া এখনো আছে এই সভ্য সমাজের কারো কারো মনে। গ. এই নাম উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে। ঘ.অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা চুনিয়া একটি গ্রাম সৃজনশীল।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ-জানি নে তোর ধনরতন আছে কিনা রানির মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।
ক. চুনিয়ার সবুজ প্রকৃতি কেমন ?
খ. চুনিয়া এখনো কেন সভ্য সমাজের কারো কারো মনে আছে ? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকটি ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতার কোন দিককে প্রতিফলিত করেছে – ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতার সমগ্র ভাবকে ধারণ করে নি – মল্যায়ন কর।
আরও পড়ুনঃ-
পাশ করিয়ে দিতে খাতার মধ্যে শিক্ষককে ঘুষ দিল পরীক্ষার্থীরা
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মু. জিয়াউল হক
0 responses on "চুনিয়া আমার আর্কেডিয়া - কর্ম-অনুশীলন"