”
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
ৃষ্টি এলো … বহু প্রতীক্ষিত বৃষ্টি ! – পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়; বিদক্ষৎ-রপসী পরমিেঘে মেঘে হয়েছে সওয়ার। দিকদিগন্তের পথে অপরপ আভা দেখে তার বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়, রৌদধ-দগ্ধ ধানক্ষেত আজ তার স্র্পূশ পেতে চায়, নদীর ফাটলে বন্যা আনে র্পূণ প্রাণের জোয়ার।
রুগ্্ণ বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন রুক্ষ মাঠ অসমান শোনে সেই বর্ষণের সুর, ত…ষিত বনের সাথে জেগে ওঠে ত…ষাতপ্ত মন, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর, যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণœ মেদুর ॥ শব্দার্থ ও
টীকা : বিদক্ষৎ রপসী পরি – বিদক্ষৎ চমকানোকে লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরির সঙ্গে তুলনা করা হয়েছে যে মেঘে মেঘে ঘুরে বেড়ায়; সওয়ার – আরোহী; রুগ্্ণ বৃদ্ধ ভিখারীর … ত…ষ্ণাতপ্ত মন – দীর্ঘ বর্ষণহীন দিনে মাঠঘাট শুকিয়ে যে রুক্ষ মর্তি ধারণ করেছে কবি তাকে রুগ্্ণ বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের সঙ্গে তুলনা করেছেন। এখন বর্ষণের শুরুতে ত…ষ্ণাকাতর মাঠ-ঘাট ও বনে দেখা দিয়েছে প্রাণের জোয়ার; ত…ষ্ণাতপ্ত – পিপাসায় কাতর; বিষণœ মেদুর – বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দরীভত হয়েছে। প্রকৃতি এখন স্নিগ্ধকোমল হয়ে চারিদিকে করে তুলেছে প্রাণোচ্ছ্বল।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "বৃষ্টি"