মুলগল্প
লেখক পরিচিতি
শব্দার্থ ও টিকা
পাঠ পরিচিতি
কর্ম-অনুশীলন স্নেহ-ভালোবাসা ‘ধনী গরবের সমান-এ বিষয়ে একটি অনুচ্ছেদ লেখ।
১০০ মাধ্যমিক বাংলা সাহিত্য
বহুনির্বাচনি প্রশ্ন ১। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক. ১০ টাকা খ. ১২ টাকা গ. ১৫ টাকা ঘ. ১৮ টাকা ২। চড় খাওয়ার এটি দিদি কেন গোপন রেখেছিলেন?
ক. লজ্জা পেয়ে খ. আত্ম সম্মানের জন্য গ. বিপদের আশংকায় ঘ. চাকরি যাওয়ার ভয়ে নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪নং প্রশ্নের উত্তর দাও : মা মারা গেলে নিরাশধয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনির বাড়িতে আশধয় নেয়। তার এই অনাকাক্সিক্ষত আগমন কাদম্বিনি ভালোভাবে নেয়নি বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানা কাজ করিয়ে নিচ্ছে। কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে। ক্ত। যে বিচারে কেষ্টা ও মমতাদি একসত্রে গাঁথা তা হলো-
র. দারিদধ্য রর. অসহায়ত্ব ররর. নিরাশধয় নিচের কোনটি সঠিক? ক. র. ও রর খ. রর ও ররর গ. র. ও ররর ঘ. র, রর ও ররর ৪। একসত্রে গাঁথা সত্ত্বেও মমতাদি ব্যতিক্ষম হওয়ার কারণ। তিনি-
ক. পরিশধমী খ. স্বল্পভাষী গ. সময়নিষ্ঠ ঘ. সাদরে গৃহীত
সৃজনশীল প্রশ্ন রাসেল ডধাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ। প্রকৌশলী এমারত সাহেব তাকে ব্যক্তিগত ডধাইভার হিসেবে নিয়োগ দেন। ইফতি, সনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া-আসাই তার প্রধান কাজ। ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে। ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে, একসাথে খায়, গল্প করে, বেড়াতে যায়। রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি।
ক. মমতাদির বয়স কত ছিল? খ. মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? গ. উদ্দীপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা কর। ঘ. রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণের ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে
কতটুকু প্রভাবিত করে? যুক্তিসহ বিশ্লেষণ কর।