কর্ম-অনুশীলন ১. তোমার দেখা ধনী পরিবারের কারো মৃতু ও গরীব পরিবারের কারো মৃতু ঘটনার তুলনামলক বিবরণ দাও। ২. কাঙালী তার মায়ের প্রতি যে মাত…ভক্তি দেখিয়েছেন এরকম কোনো ঘটনা লিপিবদ্ধ কর।
মাধ্যমিক বাংলা সাহিত্য ৪৫
বহুনির্বাচনি প্রশ্ন ১। কোন নদীর তীরে শশ্মান ঘাট অবস্থিত ?
ক. শংখ খ. গরুড় গ. গড়াই ঘ. পদ্মা ২। রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল ?
ক. অভাগীর শবদাহ খ. ঘরবাড়ি তৈরি গ. রান্নার কাঠ সংগ্রহ ঘ. কাঙালীর জন্য
উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : তর্করতœ কহিলেন ধার নিবি শুধবি কীভাবে ? গফুর বলিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। ক্ত। তর্করতœ অভাগীর স্বর্গ গল্পের কোন্্ চরিত্রের প্রতিনিধি ?
ক. ঠাকুর দাস মুখুজে্য খ. রসিক দুলে গ. দারোয়ানজী ঘ. অধর ৪। এই প্রতিনিধিত্বের কারণ হলো –
র উভয়েই জমিদারের প্রতিনিধি রর জমিদারের গোমস্তা ররর জমিদার ও ব্রা হ্মণ নিচের কোনটি সঠিক ?
ক. র খ. রর গ. ররর ঘ. রর ও ররর
সৃজনশীল প্রশ্ন এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম। কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন ? কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাব কোথায় ? আমাকে পণদশেক বিচুলি না হয় দাও। চালে খড় নেই। বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাখার গোঁজাগাঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে।
ক. কাঙালীর বাবার নাম কী ? খ. ‘তোর হাতের আগুন যদি পাই, আমিও সগে্য যাব’ উক্তিটি ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর। ঘ. কাঙালীর সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালী সম্র্পূণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না
– মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।