কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 558
5571. ‘আন-নুর’ অর্থ-
- আলোচনা
- আলো
- উপদেশ
- করুণা
5572. ফিল শব্দের অর্থ কী?
- ঘোড়া
- গাঁধা
- উট
- হাতি
5573. সুরা বায়্যিনাহর শিক্ষা-
- কাফির ও পাপীরা নিকৃষ্ট
- নেককাররা উত্তম
- নেককাররা জান্নাতে প্রবেশ করবে
A,B,C
5574. নাফিল মিম সাকিনের নিয়ম শিখেছে। সে মিম সাকিনকে পড়বে-
- ইযহার করে
- ইদগাম করে
- ইখফা করে
A,B,C
5575. সুরা আল-বায়্যিনাহ আল কুরআনের কততম সুরা?
- 95
- 96
- 97
- 98
5576. সালাম অর্থ কী?
- শান্তি
- দোয়া
- বরকত
- উত্তম
5577. কুরআন নাযিল শুরুর সময় মহানবি (স)-এর বয়স কত ছিল?
- ৩০ বছর
- ৩৫ বছর
- ৪০ বছর
- ৪৫ বছর
5578. ‘সূরা কুরাইশ’-এর আয়াত সংখ্যা কত?
- আট
- ছয়
- পাঁচ
- চার
5579. মাদানি সুরার সংখ্যা কতটি?
- ২৮টি
- ২৯টি
- ৩০টি
- ৩১টি
5580. কুরআন মাজিদ কতটি ভাগে বিভক্ত?
- ২৯টি
- ৩০টি
- ৩১টি
- ৩২টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কুরআন-ও-হাদিস-শিক্ষা - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3"