জেএসসি-বাংলা-1-সহপাঠ-1-কিশোর-কাজি – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 364
3631. কলসির মুখ খুলে নাজিম কী দেখল?
- সব জলপাই পঁচে গেছে
- কলসির ভেতর কিছুই নেই
- কলসির ভেতর অর্থ রয়েছে
- জলপাইয়ে পোকা ধরে গেছে
3632. ‘কিশোর কাজি’ গল্পে বণিক কে?
- নাজিম
- নিজাম
- আজিম
- আলী কোজাই
3633. চাঁদ সওদাগার বাণিজ্য সফর শেষে দেশে ফিরে এল এবং বন্ধু সুরুজ সওদাগারের বাড়ি গেল। রাতের খানাপিনা শেষে বন্ধুর কাছে গচ্ছিত হীরার থলেটি চেয়ে বাড়ি নিয়ে গেল। থলে খুলে চাঁদ সওদাগর দেখে, একটি হীরাও আসল নয়, সব নকল হীরা।
- রাজকুমার ও ভিখারির ছেলে
- কিশোর কাজি
- মার্চেন্ট অব ভেনিস
- রিপভ্যান উইংকেল
3634. উদ্দীপকের সুরুজ সওদাগরের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের-
- অবিশ্বসত্তা
- বিশ্বাসঘাতকতা
- আমানতের খেয়ানত
A,B,C
3635. উদ্দীপকের চাঁদ সওদাগার ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের প্রতীক?
- আলী কোজাইর
- খলিফার
- কজির
- নাজিমের
3636. আলী কোজাই অর্থগুলো লুকিয়ে রাখতে কী কিনল?
- হাড়ি
- বাক্স
- কলসি
- থলে
3637. ‘‘অন্যথায় তোমায় বন্দি করব।” কে কার উদ্দেশ্যে একথাটি বলেছে?
- বালক কাজি
- কোজাইয়েরবালক কাজি
- নাজিমেরহারুন-অর- রশীদ
- নাজিমের”;}}
3638. “কাজেই তাকে হতাশ হয়ে ফিরতে হলো।” এখানে কার কথা বলা হয়েছে?
- নাজিম
- আলী কোজাই
- বালক কাজি
- নাজিমের স্ত্রী
3639. আলী কোজাই পেশায় কী ছিল?
- কাজি
- বণিক
- কৃষক
- তাঁতি
3640. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
- কাজির দরবারে
- ফৌজদারি আদালতে
- খলিফার দরবারে
- দেওয়ানি আদালতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-সহপাঠ-1-কিশোর-কাজি - জেএসসি-বাংলা-1-সহপাঠ - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 364"