জেএসসি-বাংলা-1-পদ্য-6-পাছে-লোকে-কিছু-বলে – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 333
3321. ভয়-বিহ্বলতার নেতিবাচক দিক হলো-
- প্রাণ ভয়ে ম্রিয়মাণ করে রাখে
- জীবনীশক্তি নাশ করে দেয়
- নিজেকে আড়ালে থাকতে দেয় না
A,B
3322. নিজের রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে মানুষের যেটি পরিহার করা কর্তব্য-
- সুখের আয়োজন
- দ্বিধা-সংকোচ
- ভয়-লজ্জা
B,C
3323. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত করতে পারে কোনটি?
- ঔষধ
- মহৎ উদ্দেশ্য
- পানির বুদবুদ
- স্নেহের কথা
3324. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?
- হাওড়া
- বেথুন
- হুগলি
- লেডি ব্রেবোর্ন
3325. হৃদয়ে বুদবুদের মতো কী ওঠে?
- মুক্ত চিন্তা
- বদ্ধ চিন্তা
- শুভ্র চিন্তা
- শান্ত চিন্তা
3326. ‘ম্রিয়মাণ’ বলতে বোঝায় কোনটি?
- বিষাদগ্রস্ত
- অভাবগ্রস্ত
- দ্বিধাগ্রস্ত
- শঙ্কাগ্রস্ত
3327. ‘দীপ ও ধূপ’ কবি কামিনী রায় রচিত একটি-
- ভ্রমণকাপহিনি
- কাব্যগ্রন্থ
- জীবনীগ্রন্থ
- নাটক
3328. মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’-
- যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয়
- যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে
- যখন মানুষকে পেছনে কিচু বলতে শোনে
A,B
3329. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
- সংকোচ
- সংশয়
- সংকল্প
- বাধা
3330. মানুষ কখন আড়ালে আড়ালে থাকে?
- যখন সংশয়তাড়িত হয়
- যখন একা থাকতে ভালো লাগে
- যখন সুখের সময় আসে
- যখন দু:খ গ্রাস করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-6-পাছে-লোকে-কিছু-বলে - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 333"