জেএসসি-বাংলা-1-পদ্য-5-দুই-বিঘা-জমি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 322
3211. উপেন কীভাবে তার সমস্ত জমি হারিয়েছে?
- মহাজনী শোষণে
- ঋণের দায়ে
- বিলাসিতা করের
- সরকারি দখলে
3212. গ্রামে ফেরার সময় উপেন রথতলাকে রেখেছিল-
- বামে
- ডানে
- ঈষাণে
- নৈঋতে
3213. ভিটেমাটি ছাড়ার পর উপেনের সময় কেটেছে-
- মনোহর তীর্থস্থান দেখে
- পথে বিবর্ণ-বিশীর্ণ বাস্তবতা দেখে
- মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে
A,C
3214. উপেন কখন নিজ গ্রামে প্রবেশ করল?
- দুইদিন পর
- দ্বিতীয় প্রহরে
- তিন দিন পর
- তিন প্রহরে
3215. রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস কোথায়?
- ঢাকা
- খুলনা
- কলকাতা
- কুষ্টিয়া
3216. আমাদের জাতীয় সংগীতের সম্মানিত লেখক হলেন-
- মাইকেল মধুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাশ
3217. ভূস্বামী চরিত্রে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?
- সাম্যবাদী
- সামন্তবাদী
- শ্রেণিবাদী
- নীতিবাদী
3218. জ্যৈষ্ঠের ঝড়ে উপেনের রাত্রে ঘুম না থাকার কারণটি হলো-
- অতি ভোরে উঠতে হবে
- আম কুড়াবার ধুম পরবে
- পাঠশালা থেকে পালাবে
A,B
3219. অবশিষ্ট দুই বিঘা ছাড়া বাকি জমি উপেন কীভাবে হারিয়েছে?
- ভ্রমণে
- ভোগে
- দানে
- ঋণে
3220. প্রাচীরের কাছে আমগাছ দেখে উপেনের কোন কথা মনে হলো?
- শিশুকালের কথা
- বালককালের কথা
- যৌবনকালের কথা
- জন্মকালের কথা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-5-দুই-বিঘা-জমি - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 322"