জেএসসি-বাংলা-1-পদ্য-11-নদীর-স্বপ্ন – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 277
2761. বুদ্ধদেব বসু কোথায় মুত্যুবরণ করেন?
- ঢাকা
- কলকাতা
- কুমিল্লা
- বিক্রমপুর
2762. কানাই হালকা নরম হাওয়ায় মাঝিকে কী রঙের পাল তুলে দিতে বলেছিল?
- বেগুনি
- বাদামি
- হলুদ
- লাল
2763. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়-
- সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার
- উপমার সুনিপুণ ব্যবহার
- চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার
A,C
2764. ‘প্রগতি’ পত্রিকা বের হতো ঢাকার-
- পুরানা পল্টন থেকে
- বাংলাবাজার থেকে
- বকশিবাজার থেকে
- আগামসি লেন থেকে
2765. একই সাথে দুরন্ত ও দায়িত্বমীল কারও নাম বলতে বললে তুমি বলবে-
- নগেনের কথা
- বিধুর কথা
- কানাইয়ের কথা
B,C
2766. কী দেখে কানািইয়ের চোখ ঝলসে ওঠে?
- নীল আকাশ
- উড়ন্ত পাখি
- রান্নার কারসাজি
- রূপালি ইলিশ
2767. কোথায় চলেছো? এদিকে এসো না! :: দুটো কথা শোনো দিকি, চরণটিতে প্রকাশ পেয়েছে-
- আদেশ
- নির্দেশ
- অনুরোধ
- অনুনয়
2768. ছোকানুর কাছে কয় আনি ছিল?
- দুই
- তিন
- চার
- পাঁচ
2769. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি শুরু হয়েছে-
- প্রশ্নের মাধ্যমে
- উত্তরের মাধ্যমে
- প্রশ্নোত্তরের মাধ্যমে
- সমাপ্তির মাধ্যমে
2770. কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
- প্রতিবেশী
- ভাই-বোন
- সহপাঠী
- মামা-ভাগ্নী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-11-নদীর-স্বপ্ন - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 277"