জেএসসি-বাংলা-1-গদ্য-5-পড়ে-পাওয়া – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 220
পড়ে পাওয়া | 2191. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
- শপথ
- বিশ্বাস
- সংশয়
- অনবরত
2192. ‘মতলব বার করেছি।’-উক্তিটি কার?
- মিনুর
- সিধুর
- নিধুর
- বিধুর
2193. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম-
- কাদম্বরী দেবী
- মৃণালিনী দেবী
- ফুলন দেবী
- যোগ্যমায়া দেবী
2194. ডবল টিনের ক্যাশ বাক্সে নগদ কত টাকা ছিল?
- প্রায় দেড়শত টাকা
- পঞ্চাশ টাকা
- প্রায় আড়াইশত টাকা
- একশত টাকা
2195. বাক্সের টাকা দিয়ে কী খাওয়ার সিদ্ধান্ত হয়?
- বাতাসা
- কদমা
- সন্দেশ
- জিলাপি
2196. কাপালির টিনের বাক্স হারায় কোন মাসে?
- বৈশাখ
- জ্যৈষ্ঠ
- আষাঢ়
- শ্রাবণ
2197. ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
- প্রবন্ধ
- ছোটগল্প
- স্মৃতিকথা
- কিশোর গল্প
2198. ‘পড়ে পাওয়া’ গল্পে কে হোঁচট খেয়ে পড়ে গেল?
- লেখক
- সিধু
- বিধু
- বাদল
2199. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?
- মেঘমল্লার
- হীরামানিক জ্বলে
- আরণ্যক
- তৃণাঙ্কুর
2200. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?
- মুরাতিপুর
- বারাকপুর
- অম্বরপুর
- নির্বিষখোলা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "পড়ে পাওয়া জেএসসি বাংলা গদ্য মডেল টেস্ট"