জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 135
জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 1341. পৃথিবীর ফুসফুস হলো-
- মানুষ
- পাহাড়
- মহাসমুদ্র
- বায়ুমন্ডল
1342. সমুদ্রের পানিতে সবুজ গাছপালার ক্ষতি হয় কেন?
- শ্যাওলাযুক্ত বলে
- লবণাক্ত বলে
- অপরিষ্কার বলে
- বর্জ্য থাকে বলে
1343. উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে-
- বায়ুমন্ডল
- পৃথিবী
- মঙ্গল গ্রহ
A,B
1344. বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে?
- জনসংখ্যা বৃদ্ধি পাবে
- মিঠা পানির মাছ বাড়বে
- পাহাড় পর্বত সৃষ্টি হবে
- অনেক জীব বিলুপ্ত হবে
1345. তিশা তার বন্ধুকে দুর্যোগ বিষয়ে একটি লেখা ই-মেইল করে। তাতে সে লেখে ২০১১ সালে জাপানের উত্তরপূর্ব এলাকায় ভয়াবহ এক দুর্যোগ সংঘটিত হয়। এ অঞ্চলে ৮.৯ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এ দুর্যোগ টোকিও শহরের প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।
- ভূমিধস
- বন্যা
- সুনামি
- ঘূর্ণিঝড়
1346. উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হলো-
- ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়
- হাজার হাজার ট্রেনযাত্রী নিখোঁজ হয়
- সমুদ্র জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়
B,C
1347. উক্ত দুর্যোগটি ঘটে-
- সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প হলে
- সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে
- জোয়ার এলে
A,B
1348. বায়ুর মূল উপাদান কোনটি?
- অক্সিজেন
- সি এফসি
- এইচসিএফসি
- মিথাইল
1349. পৃথিবীতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
- টাকাপয়সা বেশি হওয়া
- সম্পদ বেড়ে যাওয়া
- ভারসাম্য নষ্ট হওয়ায়
- পারমাণবিক শক্তির আবির্ভাবের
1350. বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তা হলো-
- ক্যান্সার
- চর্মরোগ
- হাম
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট"