জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 134
জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-কুইজ | 1331. প্রাকৃতিক দুর্যোগ হলো-
- আইলা
- সিডর
- যুদ্ধ-বিগ্রহ
A,B
1332. শিল্প কারখানার কালো ধোঁয়া নগরের বায়ুতে কীসের পরিমাণ বাড়িয়ে দিয়েছে?
- কার্বন
- নাইট্রোজেন
- সিসা
- পারদ
1333. কোনটিকে তাপবৃদ্ধিকারক গ্যাস বলা হয়?
- কার্বন ডাই অক্সাইড
- গ্রিন হাউস গ্যাস
- মিথেন
- নাইট্রোজেন
1334. দুর্যোগ প্রস্তুতির প্রয়োজনের সাথে যেটি সম্পর্কিত-
- প্রাণহানি রোধ করা
- ক্ষয়ক্ষতি কমানো
- দু:খদুর্দশা কমানো
A,B,C
1335. অধিক উৎপাদনের জন্যে প্রয়োজন হয়-
- কৃষিতে সেচের ব্যবহার
- জৈব সারের ব্যবহার
- সামাজিক উদ্যোগ
A,B
1336. গ্রিন হাউস গ্যাসের মধ্যে গত শতাব্দীতে কার্বন ডাইাক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ বেড়েছে?
- ১৫ ভাগ
- ২০ ভাগ
- ২৫ ভাগ
- ৩২ ভাগ
1337. সুনামির ফলে যেটি ধ্বংস হয়ে যেতে পারে-
- উপকূলীয় ঘরবাড়ি
- রাস্তাঘাট
- বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা
A,B,C
1338. ভূমিকম্প চলাকালী সময়ে করণীয় কী?
- বাড়ির ছাদে যেতে হবে
- খাটের নিচে বসে থাকতে হবে
- লিফটে করে নিচে নামতে হবে
- বাড়ির বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে লাখতে হবে
1339. কোন গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে?
- কাঁঠাল গাছ
- বট গাছ
- আম গাছ
- কলা গাছ
1340. প্রচন্ডতাপদাহের কারণে কোনো দেশে বৃহৎ বলে অগ্নিকান্ড সংঘটিত হওয়াকে কী বলে?
- আগ্নেয়গিরি
- দাবানল
- ভূমিকম্প
- সুনামি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-কুইজ- 134"