জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 94
931. জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ থেকে ধারণা পাওয়া যায়-
- অতীত ঐতিহ্যের
- বর্তমান ঐতিহ্যের
- অতীত ইতিহাস
A,C
932. জাদুঘরে সংরক্ষণের জন্যে বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা হয়-
- ঢাল তলোয়ার
- রকেট লাঞ্চার
- হাতির দাঁতের নানা কারুকাজ
B,C
933. ইংল্যান্ডের রানির নামে কোন পার্কের নামকরণ করা হয়?
- রমনা পার্ক
- নন্দন পার্ক
- ইকো পার্ক
- ভিক্টোরিয়া পার্ক
934. ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে যে ধর্মীয় ইমারতটি নির্মাণ করা হয়েছিল-
- মসজিদ
- মন্দির
- গির্জা
A,B,C
935. ভিক্টেরিয়া পার্কের নামকরণের পূর্বে এ জায়গার নাম কী ছিল?
- বাহাদুর শাহ পার্ক
- কলতা বাজার
- আন্টাঘর ময়দান
- ওয়ারী
936. প্রত্ন শব্দের অর্থ কী?
- মাটি
- ইট
- পোড়ামাটি
- প্রাচীন
937. পানাম নগরে সারিবদ্ধ ইমারত কারা নির্মাণ করেন?
- জমিদারগণ
- মোঘল শাসকগণ
- ধনী ব্যবসায়ীগণ
- সরকারি আমলাগণ
938. তাজহাট সংগ্রহশালায় রয়েছে-
- পোড়ামাটির কাজ
- সংস্কৃতি ও আরবি ভাষায় লেখা পান্ডুলিপি
- পিতলের মূর্তি
A,B
939. প্রত্ন শব্দে অর্থ কী?
- মাটি
- ইট
- পোড়ামাটি
- প্রাচীন
940. বাংলাদেশের জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত?
- ঢাকার শাহবাগে
- ঢাকার মিরপুরে
- ঢাকার লালবাগে
- ঢাকার মতিঝিলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 94"