জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23
221. মাদকের প্রভাবে দেখা দেয়-
- রাজনৈতিক সহিংসতা
- সামাজিক অস্থিরতা
- মূল্যবোধের অবক্ষয়
B,C
222. মাদক সেবনকারীরা যে রোগে আক্রান্ত হয় তা হলো-
- ক্যান্সার
- হৃদরোগ
- মাথা ব্যাথা
A,B
223. স্থানীয় পর্যায়ে মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে-
- মসজিদ-মন্দির
- ক্লাব-সমিতি
- সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা
A,B,C
224. মাদকদ্রব্যের ধরনসমূহ হলো-
- হিরোইন
- ইয়াবা
- কোল্ড ড্রিংকস
A,B
225. কোন কেন্দ্রের মাধ্যমে এলাকার কিশোর অপরাধ চিত্র অভিভাবকদের সামনে তুলে ধরতে হবে?
- অভিভাবক শিক্ষা ও নির্দেশনা কেন্দ্র
- অভিভাবক শিক্ষা ও উপদেশকেন্দ্র
- কিশোর অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র
- শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্র
226. সন্তানদের সাথে কিরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে?
- শিক্ষকসুলভ
- কঠোর
- শত্রুতামূলক
- সহজ ও স্বাভাবিক
227. সোহেল ও রাসেল টেলিভিশনে নিয়মিত রেসলিং খেলা দেখে। সেদিন তারা ক্লাসে গিয়ে রেসলিং অনুশীলনের মাধ্যমে ক্লাসের বেঞ্চ ভাঙে ও কয়েক সহপাঠীকে আহত করে।
- মাদকাসক্তি
- কিশোর অরাধ
- অজ্ঞতা
- মূল্যবোধের অবক্ষয়
228. রাসেল ও সোহেল কেন অপরাধপ্রবণ হয়েছে?
- দারিদ্র্যের ফলে
- অশিক্ষার ফলে
- অপসংষ্কৃতির ফলে
- কৌতূহলবশত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 23"