জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 19
জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 181. মেয়েরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারে না কেন?
- রাস্তাঘাট ভাঙা বলে
- পারিবারিক রক্ষণশীলতার জন্য
- কিশোর অপরাধীদের উৎপাতের জন্য
- ধর্মীয় কারণে
182. বাংলাদেশে শিশু-কিশোরদের যে অপরাধের ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে-
- বিনা টিকিটে রেল ভ্রমণ
- হামলা ও ভাঙচুর
- অগ্নি সংযোগ
A,B,C
183. কোনটি কিশোর অপরাধের পর্যায়ে পড়ে?
- স্কুলে যাওয়া
- ভদ্র ব্যবহার করা
- লেখাপড়া করা
- স্কুল পালানো
184. শারীরিক-মানসিক ত্রুটি বা বৈকল্য শিশুমনে কিসের জন্ম দেয়?
- অহংকারের
- গর্বের
- বিরাগের
- হীনমন্যতার
185. বখাটেরা প্রায়ই কাদের উৎপাত করে?
- মহিলাদের
- শিশুদের
- বৃদ্ধাদের
- ছাত্রীদের
186. মাদক গ্রহণকারীরা নিজের ক্ষতি করে এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করে-
- ভয়ের শিকার হয়ে
- উৎকণ্ঠায় শিকার হয়ে
- উত্তেজনার শিকার হয়ে
A,B,C
187. কোথায় চোখ রাখলে আমরা কিশোর অপরাধের ভয়বাহ পরিস্থিতি সহজেই অনুমান করতে পারব?
- হাটে বাজারে
- দৈনিক পত্রিকায়
- জুয়ার আড্ডায়
- মদের দোকানে
188. মাদকাসক্তির কারণ হলো-
- সুস্থ সংস্কৃতি
- মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা
- মাদকদ্রব্যের সহজলভ্যতা
B,C
189. মাদকাসক্তি মারাত্মক প্রভাব ফেলছে আমাদের-
- সামাজিক জীবনে
- অর্থনৈতিক জীবনে
- নৈতিক জীবনে
A,C
190. বেকাররা মাদকাসক্ত হচ্ছে কেন?
- ইচ্ছে করে
- সময় কাটাতে
- হতাশার কারণে
- চিত্তবিনোদনের অভাবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি - 10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 19"