জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. বার ভুঁইয়ারা প্রায় সবাই কোন বংশের সামন্তশাসক ছিলেন?
- পাল বংশের
- সেন বংশের
- রাজপুত বংশের
- সৈয়দ বংশের
42. ব্রিটিশ শাসনামলে মুষ্টিমেয় জমিদার শ্রেণিকে কী বলা হতো?
- সুবিধাপ্রাপ্ত শ্রেণি
- বুদ্ধিজীবী শ্রেণি
- বণিক শ্রেণি
- সুবিধাবঞ্চিত শ্রেণি
43. কোন মুঘল সম্রাটের সময়কালে ঘন ঘন কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
- সম্রাট আকবর
- সম্রাট শাহজাহান
- সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট হুমায়ুন
44. কংগ্রেস ও মুসলিম লীগ কোন রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল?
- সাম্প্রদায়িক
- অসাম্যভিত্তিক
- অসাম্প্রদায়িক
- সাম্যভিত্তিক
45. ফরাসিরা কোথায় তাদের শক্ত ঘাঁটি গড়ে তুলেছিল?
- কলকাতা
- হুগলি
- পাঞ্জাব
- চন্দননগর
46. আল বুকার্ক ছিলেন-
- দক্ষ নাবিক
- দক্ষ রাজনীতিবিদ
- দক্ষ বৈমানিক
- দক্ষ সাহিত্যিক
47. দক্ষ নাবিক আল বুকার্ক কোন মহাসাগরের কর্তৃত্ব অধিকার করেছিলেন?
- প্রশান্ত মহাসাগর
- আটলান্টিক মহাসাগর
- ভারত মহাসাগর
- বঙ্গোপসাগর
48. স্বদেশি আন্দোলনের সূত্র ধরে যেটি ঘটে তা হলো-
- স্বরাজ আন্দোলন
- অসহযোগ আন্দোলন
- সত্যগ্রহ
A,B
49. ব্রিটিশ শাসনকালে কারা বাংলার সমাজে বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল?
- শ্রমিক
- জমিদার
- কৃষক
- সৈনিক
50. পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনগণের ওপর কী চাপিয়ে দিয়েছিল?
- স্বাধীনতা
- পরাধীনতা
- সরকার
- সার্বভৌমত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 5"