আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2583
25821. দীর্ঘ দৃষ্টির কারণ হল-
- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
- অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
- চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
A,B,C
25822. একজন লোক চোখের সামনে বই রেখে পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
- উত্তল
- অবতল
- সমতলাবতল
- সমতলোত্তল
25823. উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতি সরণের পর কোন পথে যায়?
- আলোক কেন্দ্র দিয়ে
- প্রধান ফোকাস দিয়ে
- বক্রতার কেন্দ্র দিয়ে
- সোজা পথে
25824. আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- আপতন কোণ=প্রতিসরিত কোণ
- আপতন কোণ>প্রতিসরণ কোণ
- আপতন কোণ<প্রতিসরণ কোণ
- আপতন কোণ≤প্রতিসরণ কোণ
25825. অভিসারী লেন্সের মত কাজ নয়?
- রেটিনা
- চোখের লেন্স
- অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
- উপরের সব কয়টি
25826. দুটি চোখ থাকার সুবিধা হল-
- সঠিকভাবে দূরত্ব পরিমাপ করা যায়
- একই সাথে এক বস্তুর ক্ষেত্রে দুই বস্তু দেখা যায়
- একটি বস্তুকে ভালভাবে দেখা যায়
A,C
25827. কোনটি সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত বিম্ব তৈরি করে?
- সমতল দর্পণ
- অবতল লেন্স
- উত্তল লেন্স
- অভিসারী লেন্স
25828. মরীচিকায় কোন ঘটনা ঘটে?
- আলোর প্রতিফলন
- আলোর বিচ্ছুরণ
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- আলোর পোলারণ
25829. আইরিসের মাঝখানের ছোট ছিদ্রকে কী বলে?
- তারারন্ধ্র
- অক্ষিগোলক
- কর্নিয়া
- রেটিনা
25830. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
- ডাটা ট্রান্সফার করতে
- যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
- স্বাস্থ্যক্ষেত্রে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2583"