আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2576
আলোর প্রতিসরণ | 25751. আলোক নল ব্যবহার করা হয়-
- এন্ডোস্কপিতে
- শিরার ব্লক প্রতিরোধে
- হৃৎপিন্ডের ভালভের ক্রিয়া দেখতে
A,C
25752. 50 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত?
- -2d
- -0.2d
- 0.2d
- 2d
25753. +2D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে-
- 0.5 m
- 50 cm
- 0.2 m
25754. আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়-
- রেটিনা
- রড কোষ
- চক্ষু লেন্স
- চোখের মণি
25755. দৃষ্টির প্রধান ক্রটি কয়টি?
- এক
- দুই
- তিন
- চার
25756. কোনটিতে সদ বিম্ব গঠিত হয়?
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- অবতল লেন্স
- উত্তল লেন্স
25757. চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলে?
- অক্ষিগোলক
- শ্বেতমন্ডল
- কৃষ্ণমন্ডল
- আইরিস
25758. শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলা হয়?
- কর্নিয়া
- অক্ষিগোলক
- শ্বেতমন্ডল
- কৃষ্ণমন্ডল
25759. উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট প্রতিবিম্ব 2f দূরত্বে পাওয়া যাবে?
- অসীম দূরত্বে
- f ও 2f এর মধ্যে
- 2f এর চেয়ে বেশি দূরত্বে
- 2f দূরত্বে
25760. অপসারী লেন্সকে কী বলা হয়?
- ক্ষীণ মধ্য লেন্স
- স্থূল মধ্য লেন্স
- উত্তল লেন্স
- অভিসারী লেন্স
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "আলোর প্রতিসরণ - এসএসসি পদার্থ বিজ্ঞান - 9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2576"