আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2561
25601. বিবর্ধণ m, বস্তুর দৈর্ঘ্য l এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে এদের গাণিতিক আকার হবে-
- m=l/l′
- m=l′/l
- e=m/l′
- l=ml′
25602. পাহাড়ী রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়-
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- উত্তল দর্পণ
- প্রিজম
25603. দর্পণটির ফোকাস দূরত্ব কত?
- 0.35m
- 0.5m
- 0.75m
- 1m
25604. আলো-
- এক প্রকার শক্তি
- এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ
- কোন মাধ্যমে সরল পথে চলে
A,B,C
25605. সমতল দর্পণে বিবর্ধনের মান কত?
- m>1
- m=1
- m≤1
- m<1
25606. কোনটি কখনো কখনো কণার ন্যায় আচরণ করে?
- শব্দ
- দীপন তীব্রতা
- সরণ
- আলো
25607. প্রতিফলক তলের সাথে সমকোণে অবস্থিত রেখাকে কী বলে?
- প্রতিফলক পৃষ্ঠ
- প্রতিফলিত রশ্মি
- প্রতিফলন কোণ
- অভিলম্ব
25608. অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কিরূপ হয়?
- ব্যাপ্ত প্রতিফলন
- নিয়মিত প্রতিফলন
- সুষম প্রতিফলন
- বাস্তব প্রতিফলন
25609. সিনেমার পর্দা সাদা করা হয় কারণ-
- শুধু লাল রঙের আলো প্রতিফলিত করতে পারে
- শুধু নীল রঙের আলো প্রতিফলিত করতে পারে
- শুধু হলুদ রঙের আলো প্রতিফলিত করতে পারে
- সব রঙের আলো প্রতিফলিত করতে পারে
25610. আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
- অবতল দর্পণ
- উত্তল দর্পণ
- সমতল দর্পণ
- অপসারী দর্পণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর প্রতিফলন - এসএসসি পদার্থ বিজ্ঞান - 8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2561"