তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2554
25531. সূর্যের চারদিকে পৃথিবীর বার্ষিক গতি কী ধরনের গতি?
- স্পন্দন গতি
- পর্যাবৃত্ত গতি
- সরল ছন্দিত গতি
- পূর্ণ স্পন্দন গতি
25532. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
- শব্দেতর কম্পনের সীমা 1Hz -20Hz
- শব্দোত্তর স্পনের সীমা 20000Hz-30000Hz
- শ্রাব্যতার পাল্লা 20Hz-20000Hz
A,C
25533. কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে-
- শ্রোতা থেকে কমপক্ষে 16.6m দূরত্বে রাখতে হবে
- যে কোনো কঠিন মাধ্যমে রাখতে হবে
- আকারে বড় হতে হবে
A,C
25534. প্রকৃতপক্ষে শব্দ শোনার জন্য প্রয়োজন হয়-
- কম্পনের
- মাধ্যমের
- শ্রবণানুভূতির
A,B,C
25535. একটি বস্তু বাতাসে 1700Hz এ শব্দ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?
- 0.2ms-1
- 5.0ms-1
- 5.0m
- 0.2m
25536. 400C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
- 350ms-1
- 356ms-1
- 308ms-1
- 332ms-1
25537. কোনটির মধ্য দিয়ে শব্দ দ্রুত চলে?
- বায়বীয় মাধ্যমে
- কঠিন মাধ্যমে
- তরল মাধ্যমে
- ভ্যাকিউয়ামে
25538. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের সাথে কিরূপে পরিবর্তিত হয়?
- সমানুপাতে
- বর্গের সমানুপাতে
- ব্যস্তানুপাতে
- বর্গের ব্যস্তানুপাতে
25539. 10C বা 1K তাপমাত্রা বাড়লে বাতাসে শব্দের দ্রুতি কত বেড়ে যায়?
- 0.6ms-1
- 0.4ms-1
- 0.8ms-1
- 0.1ms-1
25540. নিচের কোনটি তাড়িত চৌম্বক তরঙ্গ নয়?
- আলো
- তাপ
- শব্দ
- রেডিও
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তরঙ্গ-ও-শব্দ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2554"