তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2552
25511. শব্দের তীব্রতার প্রচলিত একক কোনটি?
- ডেসিবেল
- সেন্টিবেল
- কিলোবেল
- মেগাবেল
25512. কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কোনটি?
- f=l/T
- f=v/λ
- f=λ/T
- f=v/T
25513. কম্পমান সুরশলাকার গতি-
- পর্যাবৃত্ত গতি
- স্পন্দন গতি
- সরলরৈখিক গতি
A,B,C
25514. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
- ভ্যাকিউয়ামে শব্দের বেগ 0ms-1
- বায়ুর আর্দ্রতা কমে গেলে শব্দের বেগ কমে
- ভিজা বায়ুতে শব্দের বেগ বেশি
A,B,C
25515. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
- আল্ট্রসনোগ্রাফিতে শব্দ শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করে
- কিডনীর ছোট্ট পাথর অপসারণের শব্দোত্তর তরঙ্গ ব্যবহৃত হয়
- দাঁতের স্কেলিং এ শব্দেতর তরঙ্গ ব্যবহৃত হয়
A,B
25516. শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে?
- মাধ্যমের চাপ
- মাধ্যমের আয়তন
- মাধ্যমের তাপমাত্রা
- মাধ্যমের আকার
25517. ভূমিকম্পনের সীমা কোনটি?
- 1-20Hz
- 1-40Hz
- 1-10Hz
- 1-30Hz
25518. নদী বা সাগরের পানির ঢেউ কীরূপ তরঙ্গ?
- লম্বিক তরঙ্গ
- আড় তরঙ্গ
- তাড়িত চৌম্বক
- ভূ-তরঙ্গ
25519. 250Hz কম্পাঙ্কবিশিষ্ট সূর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3 সেকেন্ডে 1050m দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
- 1.4m
- 1.36m
- 12.6m
- 38.9m
25520. দুটি সুরশলাকার কম্পাঙ্ক 200Hz ও 600Hz শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
- 0.0840277777777778
- 0.04375
- 0.125694444444444
- 0.168055555555556
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তরঙ্গ-ও-শব্দ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2552"