বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2537
25361. বরফের আপেক্ষিক তাপ কত?
- 2100Jkg-1K-1
- 4200Jkg-1K-1
- 2000Jkg-1K-1
- 400Jkg-1K-1
25362. দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
- গলনাঙ্কের পরিবর্তন
- এর বাষ্পীভবন
- পুনঃশিলীভবন
A,C
25363. কোন পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে কি বলে?
- প্রকৃত প্রসারণ
- আপাত প্রসারণ
- কৃত্রিম প্রসারণ
- মৌলিক প্রসারণ
25364. নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
- 1 ক্যালরি=2.4 জুল
- তাপমাত্রা হচ্ছে শক্তির একটি বিশেষ নির্দেশক
- আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের একক ছিল ক্যালরি
B,C
25365. 5 kg ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা 6150 JK-1 হলে তার আপেক্ষিক তাপ কত?
- 4200Jkg-1K-1
- 130Jkg-1K-1
- 1230Jkg-1K-1
- 330Jkg-1K-1
25366. * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
- ভিন্ন তাপমাত্রার দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে এবং কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে।
D8
25367. কম তাপমাত্রার বস্তুর তাপ বেশি না হওয়া পর্যন্ত|বেশি তাপমাত্রার বস্তুর তাপ কম না হওয়া পর্যন্ত|দুইটি বস্তুর তাপ সমান না হওয়া পর্যন্ত|দুইটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত
- 4
D9
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর-উপর-তাপের-প্রভাব - এসএসসি-পদার্থ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2537"