বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2533
এসএসসি-পদার্থ বিজ্ঞান-কুইজ | 25321. অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
- তাপ গ্রহণ
- তাপ বর্জন
- তাপমাত্রা গ্রহণ
- কোনটিই নয়
25322. তাপমাত্রিক ধর্মগুলো হলো-
- আয়তন
- রোধ
- চাপ
A,B,C
25323. কোন বস্তুর গড় সাম্যবস্থান বাইরের দিকে সরে গেলে বস্তু কি লাভ করে?
- সংকোচন
- প্রসারণ
- সাম্যবস্থান
- তাপমাত্রা
25324. ক্ষেত্রফল বৃদ্ধি ΔA , আদি ক্ষেত্রফল A0 এবং তাপমাত্রা বৃদ্ধি Δθ হলে ক্ষেত্র প্রসারণ সহগ, β=?
- β=A0/ΔAΔθ
- β=Δθ/A0ΔA
- β=ΔA/A0Δθ
- β=A0Δθ/ΔA
25325. তরল ও পাত্রের প্রসারণ সমান হলে তরলের আপাত প্রসারণ-
- ধনাত্মক হতে পারে
- ঋণাত্মক হতে পারে
- শূন্য হতে পারে
A,B
25326. যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-
- বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়
- বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
- বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়
A,B
25327. আপেক্ষিক তাপ কী?
- বস্তুর বৈশিষ্ট্য
- বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
- তাপমাত্রার বৈশিষ্ট্য
- আয়তনের বৈশিষ্ট্য
25328. চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে?
- হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- অপরিবর্তিত
- সামান্য হ্রাস পায়
25329. দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অণুভব করে?
- বিকর্ষণ
- প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ
- আকর্ষণ
- আকর্ষণ-বিকর্ষণ
25330. একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-
- ভর
- বাহ্যিক ব্যাস
- অভ্যন্তরীণ আয়তন
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-পদার্থ বিজ্ঞান-কুইজ- 2533"