বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2527
25261. কোনটি আন্তঃআণবিক বন্ধন শিথিল করতে ব্যয় হয়?
- আপেক্ষিক আর্দ্রতা
- বাষ্পীভবন
- পুনঃশিলীভবন
- গলনের সুপ্ততাপ
25262. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
- বায়ু শুষ্ক থাকে
- বায়ু আর্দ্র থাকে
- বায়ু ভেজা থাকে
- বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে
25263. পূর্বে তাপের একক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
- জুল
- কেলভিন
- ক্যালরী
- মোল
25264. বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?
- আপেক্ষিক সুপ্ততাপ
- ক্যালরি
- আপেক্ষিক তাপ
- আপেক্ষিক গুরুত্ব
25265. 270C তাপমাত্রার 1700Jkg-1K-1 আপেক্ষিক তাপবিশিষ্ট 300g বেনজিনকে 8670J তাপশক্তি প্রদান করলে এর তাপমাত্রা হবে-
- 440C
- 317K
- 27K
A,B
25266. তাপ প্রয়োগ করলে কঠিণ পদার্থের বৃদ্ধি পায়-
- দৈর্ঘ্য
- ক্ষেত্রফল
- আয়তন
A,B,C
25267. এক জুল=কত ক্যালরি?
- 4.2
- 2.4
- 0.42
- 0.24
25268. বাষ্পায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য হলো-
- চাপ কমলে বাষ্পায়নের হার কমে
- বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়
- শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
B,C
25269. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
- সুপ্ততাপ
- আপেক্ষিক তাপ
- নিম্ন স্থিরাঙ্ক
- উর্ধ্ব স্থিরাঙ্ক
25270. 1 ক্যালরি=কত জুল?
- 4.2
- 2.4
- 4.42
- 4.24
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর-উপর-তাপের-প্রভাব - এসএসসি-পদার্থ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2527"