বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2526
এসএসসি-পদার্থ বিজ্ঞান কুইজ | 25251. দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কী?
- K
- K-1
- M
- OC
25252. সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 500C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত?
- 50K
- 112K
- 245K
- 323K
25253. পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
- বাহ্যিক শক্তি
- অভ্যন্তরীণ শক্তি
- বিভব শক্তি
- গতি শক্তি
25254. তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?
- কঠিন
- তরল
- বায়বীয়
- অর্ধ-তরল
25255. কীসের রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা তার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে?
- তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়
- কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থা
- কঠিন অবস্থা থেকে তরল অবস্থা
- তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায়
25256. তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?
- বাষ্পায়ন
- স্ফুটন
- উর্ধ্বপাতন
- গলন
25257. ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে-
- বেশি তাপমাত্রার বস্তুগুলো তাপ হারায় এবং কম তাপমাত্রার বস্তুগুলো তাপ গ্রহণ করে
- তাপের গ্রহণ বা বর্জন বস্তুগুলোর তাপের পরিমাণের ওপর নির্ভর করেবলা যায়
- গৃহীত তাপ=বর্জিত তাপ”;}}
A,B
25258. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে?
- গলন
- স্ফুটন
- বাষ্পীভবন
- পাতন
25259. কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয় কেন?
- তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
- তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
- তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
- তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না
25260. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের-
- তাপের পরিমাপের উপর নির্ভর করে
- তাপীয় অবস্থার উপর নির্ভর করে
- আয়তন ও আকৃতির উপর নির্ভর করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-পদার্থ বিজ্ঞান কুইজ - 2526"