গতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2466
24651. 450 অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মান কত?
- 9.78918 ms-2
- 9.83217 ms-2
- 9.80665 ms-2
- 9.72851 ms-2
24652. ঘূর্ণন গতির ক্ষেত্রে –
- একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থাকে
- নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বস্তুর দূরত্ব অপরিবর্তিত থাকে
- নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে
A,B,C
24653. বল –
- একটি ভেক্টর রাশি
- কোনো মৌলিক রাশির উপর নির্ভরশীল নয়
- পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে
A,C
24654. কোনটি সরণের একক?
- মিটার
- মিটার/সেকেন্ড
- সেকেন্ড
- মিটার/সেকেন্ড২
24655. অভি বাসা থেকে 100m দৌঁড়ে গেলে এটি –
- দূরত্ব
- সরণ
- বেগ
- ত্বরণ
24656. কত মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি 31.3 ms-1 বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? অভিকর্ষজ ত্বরণ g=9.8 ms-2.
- 40m
- 30m
- 50m
- 100m
24657. চলমান একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তার দ্রুতিকে কী বলে?
- সুষম দ্রুতি
- অসম দ্রুতি
- সুষম ত্বরণ
- সুষম বেগ
24658. বিভিন্ন প্রকার রাশির ক্ষেত্রে –
- মৌলিক রাশিসমূহ সকলেই স্কেলার
- ভেক্টর রাশিসমূহ সংজ্ঞায়িত করতে কোনো স্কেলার রাশির প্রয়োজন নেই
- ভেক্টর ও স্কেলার রাশির একক একই হতে পারে
A,C
24659. মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
- g
- R
- G
- M
24660. একটি বস্তুর বেগ 7 s এ 3 ms-1 থেকে 31 ms-1 এ উন্নীত হলো। বস্তুটির ত্বরণ কত?
- 4 m
- 4 ms-1
- 4 ms-2
- 21 ms-2
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গতি - এসএসসি-পদার্থ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2466"