জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2441
24401. আদিমকালে চিকিৎসগণ রোগীর রোগ নির্ণয় করতেন-
- রোগী দেখে
- আধুনিক যন্ত্র ব্যবহার করে
- বাহ্যিক বিভিন্ন লক্ষণ দেখে
- প্রয়োজনীয় পরীক্ষা করে
24402. হৃৎপিন্ড পরীক্ষার জন্য আলট্রসাউন্ড ব্যবহৃত হলে তখন এই পরীক্ষাকে কী বলে?
- আলট্রসনোগ্রাফি
- ইকোকার্ডিওগ্রাফি
- টমোগ্রাফি
- ফটোগ্রাফি
24403. মূত্রথলির অভ্যন্তরভাগ পরীক্ষা করা হয় কোন উপায়ে?
- এন্ডোসকোপি
- এক্স রে
- সিটি স্ক্যান
- ই সি জি
24404. তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্য সনাক্ত করা যায়-
- ক্ষতিকর ক্যান্সার টিউমারের কোষ বৃদ্ধি
- থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি
- ভ্রূণের বৃদ্ধি
A,B
24405. মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া থেমে গেলে কী ঘটবে?
- অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড সচল থাকবে
- অন্যান্য অঙ্গগুলোর কর্মকান্ড বন্ধ হয়ে যাবে
- অন্যান্য অঙ্গগুলোর হৃৎপিন্ডের ক্রিয়া চালু করতে চেষ্টা করবে
- মস্তিষ্কের ক্রিয়া চলতে থাকবে
24406. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
- দুই
- তিন
- ছয়
- বার
24407. ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি?
- সিটি স্ক্যান
- ইটিটিইসিজি
- এম আর আই
24408. কোন যন্ত্রের সাহায্যে ডাক্তারগণ শরীরের অভ্যন্তরে যেকোনো ধরনের অস্বস্তিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন?
- এন্ডোসকোপি
- এনজিওগ্রাফি
- এমআরআই
- রেডিওথেরাপি
24409. এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে এক বিশেষ ধরনের তরল পদার্থকে ঢুকানোর জন্য যে সরু ও নমনীয় নল ব্যবহৃত হয় তাকে কী বলা হয়?
- ডাই
- ক্যাথেটার
- বীম
- ইলেকট্রোড
24410. আল্ট্রসনোগ্রাফিতে নিচের কোনটিকে কাজে লাগানো হয়?
- শব্দের প্রতিধ্বনি
- শব্দের ব্যতিচার
- আলোর প্রতিফলন
- আলোর প্রতিসরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2441"