আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2426
আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স | 24251. নিচের কোনটি বেতার তরঙ্গ প্রেরণ ও টেলিফোন সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
24252. কোনটি দিক পরবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহের পরিবর্তিত করে?
- ভ্যাকুয়াম টিউব
- রোধ
- টাংস্টেন ধাতু
- কোনটিই নয়
24253. যে সময়ে কোনো পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে কী বলে?
- আয়ু
- গড় আয়ু
- অর্ধায়ু
- আয়ুষ্কাল
24254. প্রথমে কোন বিজ্ঞানী টিলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হয়?
- নিউটন
- মার্কনী
- রিকটার
- লর্জি বেয়ার্ড
24255. আইসি কি দিয়ে তৈরি?
- জামের্নিয়াম
- সিলিকন
- আর্সেনিক
- এন্টিমনি
24256. টেলিভিশন অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয় কেন?
- গ্রাহকযন্ত্রে প্রাপ্ত তড়িৎ সংকেতকে ছবিতে রূপান্তরিত করার জন্য
- গ্রাহকযন্ত্রে প্রাপ্ত তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করার জন্য
- বাহক তরঙ্গের তড়িৎ সংকেতকে ছবি ও শব্দে রূপান্তরিত করার জন্য
- বাহক তরঙ্গের সাহায্য প্রেরক এন্টেনার মাধ্যমে ছবি ও শব্দ প্রেরণ করার জন্য
24257. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কী?
- আসমানী সবুজ নীল
- আসমানী সবুজ লাল
- কমলা
24258. আইসি চিপস আবিস্কৃত হয় কত সালে?
- 1950
- 1970
- 1960
- 1940
24259. নিচের কোনটি হলো বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এক জটিল যোগাযোগ মাধ্যম?
- রেডিও
- সাইকেল
- ফ্যাক্স
- টেলিফোন
24260. বিভিন্ন রকমের শব্দের কম্পন কোনটিকে বিভিন্নভাবে কম্পিত করে?
- ডায়াফ্রাম
- চলকুন্ডলী
- স্পীকার
- চৌম্বকক্ষেত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স - এসএসসি পদার্থ বিজ্ঞান - 12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2426"