চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2409
24081. ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত পাত দুটিকে গ্যালভানোমিটারের সাথে সংযোগ দিলে কী ঘটে?
- তাপের আদান-প্রদান
- অবিচ্ছিন্ন পরিবহন পথ সৃষ্টি
- বিচ্ছিন্ন পরিবহন পথ সৃষ্টি
- সবগুলো
24082. তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান কোন এককে তড়িৎ শক্তির পরিমাপ করে থাকে?
- ওয়াট-ঘন্টা
- কিলোওয়াট-ঘন্টা
- জুল
- ওয়াট
24083. নির্দিষ্ট সময়ে আধানের প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ –
- বেশি হবে
- দ্বিগুণ হবে
- কম হবে
A,B
24084. নাইক্রোম তারের আপেক্ষিক রোধ তামার তারের আপেক্ষিক রোধের কত গুণ?
- 40 গুণ
- 50 গুণ
- 60 গুণ
- 70 গুণ
24085. নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালনের ফলে তড়িৎ প্রবাহের মান –
- বাড়ে
- স্থির থাকে
- কমে
- শূন্য হয়
24086. বৈদ্যুতিক কেটলিতে পানি দ্রুত গরম করার জন্য কোন তার ব্যবহার করা হয়?
- তামা
- সোনা
- নাইক্রোম
- রূপা
24087. বৈদ্যুতিক সঞ্চালনের চেয়ে ফিউজের তড়িৎ পরিবহনের ক্ষমতা –
- কম
- বেশি
- সমান
- শূন্য
24088. ভোল্টমিটারের রিডিং কোনটি নির্দিশ করে?
- বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য
- বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান
- বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক
- বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যবর্তী রোধের মান
24089. পরিবাহীর দুই প্রান্তের মধ্যে কোনটি থাকলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে?
- ইলেকট্রন
- বিভব পার্থক্য
- বিভব
- তড়িৎ প্রাবল্য
24090. বৈদ্যুতিক যন্ত্রপাতিকে উৎসের পরিবাহীর সাথে কয়টি তার দ্বারা সংযুক্ত করতে হয়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2409"