আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2346
23451. শিশু বয়স থেকে হযরত আলি (রা) কার সঙ্গে লালিত-পালিত হন?
- হযরত আবু বকর (রা)
- হযরত যায়িদ বিন সাবিত (রা)
- হযরত মুহাম্মদ (স)
- হযরত আনাস (রা)
23452. ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ’। আয়াতটি কোন সূরায়?
- সূরা বাকারা
- সূরা আহযাব
- সূরা মায়িদা
- সূরা আলে ইমরান
23453. মহানবি (স) এর কোন কন্যাকে হযরত আলি (রা) বিবাহ করেছিলেন?
- কুলসুম (রা)
- জয়নব (রা)
- রুকাইয়া (রা)
- ফাতিমা (রা)
23454. কে বিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
- নাসির উদ্দিন তুসি
- আব্দুল্লাহ আল বাত্তানী
- আল মোকাদ্দাসী
- ইয়াকূত ইবন আব্দুল্লাহ
23455. হযরত উমর (রা) এর বৈশিষ্ট্যের মধ্যে ছিল-
- ন্যায় ও ইনসাফ
- কঠোরতা
- গণতন্ত্রমনা
A,B,C
23456. সামাজিক অশান্তি দূর করার জন্য যুবকদের নিয়ে সমিতি বা দল গঠন করলে-
- সামাজিক শান্তি স্থিতিশীল হবে
- সন্ত্রাস দূর হবে
- অন্যায় অত্যাচার থাকবে না
B,C
23457. হযরত উমর (রা) এর চারিত্রিক বৈশিষ্ট্য –
- কোমল প্রকৃতির
- কঠোর প্রকৃতির
- কোমল ও কঠোরের সংমিশ্রণ
23458. রাসুলুল্লাহ (স) যৌবনকালে কার ব্যবসায় বাণিজ্য পরিচালনা করেন?
- আয়েশা (রা) -এর
- খাদিজা (রা)-এর
- আবু তালিব -এর
- হামযা (রা)-এর
23459. আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে?
- হযরত আদম (আ)
- হযরত মুহাম্মদ (স)
- হযরত ইবরাহিম (আ)
- হযরত ঈসা (আ)
23460. হযরত মুহাম্মদ (স) কোথায় ধ্যানমগ্ন থাকতেন?
- হেরা গুহায়
- সাওর গুহায়
- বৃক্ষতলায়
- উহুদ পর্বতের চূড়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2346"