আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2331
আখলাক – এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 |
23301. * জনাব আহাদ মিয়া ছোট একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি স্ত্রীকে বলেন আমাদের হালাল রিযিকের মাধ্যমে চলতে হবে। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে।
- মুত্তাকি
- পরহেজগার
- সৎ
23302. অফিসে অবৈধ কারবার থাকলেও জনাব আহাদ মিয়া তার মধ্যে জড়ান না-
- ঘুষ খাওয়া খারাপ বলে
- ঘুষ হারাম বলে
- আল্লাহর হুকুম বলে
B,C
23303. “যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই। – কোন গ্রন্থ থেকে সংকলিত?
- বুখারি
- মুসলিম
- সুনানে আহমদ
- সুনানে ইবনে মাযা
23304. সম্পূর্ণরূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়?
- ঢিলা কুলুখ
- টিস্যু
- পাথর
- পানি
23305. মিসওয়াক করা কী?
- ফরজ
- ওয়াজিব
- সুন্নাত
- মুস্তাহাব
23306. “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানতস্বরুপ।” কোন গ্রন্থে রয়েছে?
- রিপাবলিক
- বাইবেল
- আবু দাউদ
- নাসাই
23307. সব ধরনের সদগুণাবলি কার চরিত্রে সন্নিবেশন ঘটেছে?
- হযরত মুহাম্মদ (স)-এর
- জিব্রাইল (আ) -এর
- হযরত আবু বকর (রা)-এর
- হযরত আলী (রা)-এর
23308. “তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি, চরিত্র বিচারে যে তোমাদের মধ্যে সুন্দরতম।” কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বুখারি
- মুসলিম
- আল-কুরআন
- বাইবেল
23309. “হে মুমিনগণ তোমরা যেটি পালন কর না এমন কথা বল কেন?”-এটি কোন সূরার অন্তর্গত?
- সূরা বাকারাহ
- সূরা মায়িদাহ
- সূরা বনী ইসরাইল
- সূরা সাফ
23310. “অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ।” কে বলেছেন?
- এডাম স্মিথ
- ডেভিড রিকার্ডো
- হযরত মুহাম্মদ (স)
- ইবনে খালদুন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4"