ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2280
22791. “কিতাবে কোনো কিছূই আমি বাদ দেই নি।” কোন সূরার অংশ?
- আল-আনআম
- আল-মায়িদা
- আন্ নাবা
- আল হাশর
22792. আল্লামা ওয়াকি (রা) – এর মতে শিক্ষার্থীর একমাত্র বৈশিষ্ট্য হওয়া উচিত-
- গভীর মনোযোগী
- সৎকর্মশীলতা
- পাপ কাজ বর্জন
- পুণ্যবান হওয়া
22793. হাক্কুল ইবাদ অর্থ কী?
- বান্দার হক
- আল্লাহর হক
- প্রতিবেশীর হক
- দেশবাসীর হক
22794. যাকাত দানে অস্বীকারকারীরা কী?
- মুশরিক
- মুনাফিক
- মুত্তাকী
- মুরতাদ
22795. ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের শিখিয়েছে-
- ন্যায়পরায়ণতা
- ক্ষমাশীলতা
- মানবতা
- সহযোগিতা
22796. ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি কোনটি?
- নামায
- যাকাত
- সাদকাহ
- ব্যাংক ব্যবস্থা
22797. কোন সূরার প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের অধিকারের কথা বলা হয়েছে?
- সূরা বাকারা
- সূরা আলে-ইমরান
- সূরা নিসা
- সূরা নাস
22798. যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে কী বলে?
- মুফাসসির
- মুসাফির
- মুজাহিদ
- মুকাললিক
22799. কে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?
- হযরত আলী (রা)
- হযরত উসমান (রা)
- হযরত আবু বকর (রা)
- হযরত উমর (রা)
22800. হজের ফরয মোট কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2280"